টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এমন একজন অভিনেত্রী যিনি নিজের কর্মজীবনের থেকে বেশি ব্যক্তিগত জীবনের জন্য আলোচনার কেন্দ্রে উঠে আসেন। নিজের সুদীর্ঘ কেরিয়ারে একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। তিনবার বিয়ে করা নিয়ে কম কটু কথা শুনতে হয়নি অভিনেত্রীকে। এখন সেই শ্রাবন্তীর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)!
শ্রাবন্তী নিজের কেরিয়ারে টলিউডের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জিৎ, দেব হয়ে অঙ্কুশ হাজরা- সেই লিস্টে নাম রয়েছে অনেক অভিনেতার। সেই তালিকারই নবতম সংযোজন হতে চলেছেন জিতু। ‘বাবুসোনা’ ছবিতে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। সেই ছবির শ্যুটিংয়ে গিয়েই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন জিতু!
এই মুহূর্তে বিদেশে ‘বাবুসোনা’র শ্যুটিং চলছে। সেই শ্যুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই নানান ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন দু’জনে। ছবির শ্যুটিংয়ের মাঝে রিল ভিডিওর শ্যুটিংও চলছে তাঁদের। অনস্ক্রিন নায়িকার সঙ্গে জিতুর অফস্ক্রিন রসায়ন নজর কেড়েছে নেটিজেনদের। ইতিমধ্যেই দুই তারকার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ভিডিওয় দেখা যাচ্ছে, শ্রাবন্তীকে পটানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন জিতু। গানের সুরে অভিনেতাকে বলতে দেখা যায়, তাঁর জন্য আকাশের চাঁদ তারাও ভেঙে আনতে পারে সে। একথা শুনেই অভিনেত্রী বলেন, তাহলে ভেঙে আনো! ব্যস, একথা শুনেই মুখ ছোট হয়ে যায় জিতুর।
শ্রাবন্তীর সঙ্গে খুনসুটির এই ভিডিও শেয়ার করে জিতু ক্যাপশনে লিখেছেন, এভাবে তাঁকে অপদস্থ করলেন নায়িকা! জবাবে টলি নায়িকা লিখেছেন, এই কাজ করে তাঁর বেশ ভালোই লাগছে। তবে সম্পূর্ণ রিলটাই যে দুই তারকা মজার ছলে করেছেন তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের।
View this post on Instagram
প্রসঙ্গত, পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন সিনেমা ‘বাবুসোনা’য় নতুন জুটি হিসেবে দেখা যাবে জিতু এবং শ্রাবন্তীকে। অ্যাকশন কমেডি ঘরানার এই সিনেমায় একাধিক টুইস্ট রয়েছে। জিতু-শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন পায়েল সরকার, আলেকজান্দ্রা টেলর, বিলাস দে, সাগ্নিক চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা।