বাংলা চলচ্চিত্র জগতের (Tollywood) এক উজ্জ্বল নক্ষত্র হলেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। বর্ষীয়ান এই অভিনেতা দেখতে দেখতে প্রায় ৫৩ বছর কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। নিজের দুর্দান্ত অভিনয় ক্ষমতার মাধ্যমে জয় করেছেন দর্শকমন, আদায় করেছেন ভালোবাসা। কিন্তু এখন সেই অভিনেতার হাতেই কাজ নেই। বিপ্লব নিজে কাজ করতে প্রস্তুত থাকলেও তাঁকে সুযোগ দিচ্ছে না কেউ! সম্প্রতি এমনটাই জানিয়েছেন টলিউডের আর এক নামী অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukhopadhyay)।
আশির দশকের বাংলা সিনেমার খলনায়কদের (Villain) নাম উঠলেই বিপ্লবের নাম উঠে আসা একপ্রকার অবধারিত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে চিরঞ্জিত চক্রবর্তী হয়ে তাপস পাল- স্ক্রিন শেয়ার করেছেন সেই সময়কার প্রত্যেক সুপারস্টারদের সঙ্গে। ভিলেন হিসেবে টক্কর দিয়েছেন প্রত্যেককে। কিন্তু অনেকদিন হয়ে গেল বিপ্লবকে পর্দায় দেখেননি দর্শকরা। এবার জানা গেল, তাঁকে না দেখতে পাওয়ার নেপথ্য কারণ।

সদ্য প্রকাশ করা হয়েছে বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী ‘আমি বিপ্লব’। সেখানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা নিজে। বয়স হলেও এখনও তাঁর মধ্যে রয়েছে কাজ করার অদম্য ইচ্ছা। কিন্তু তা সত্ত্বেও এখন তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না। একসময় যে অভিনেতা টলিউড কাঁপিয়েছেন তাঁকেই এখন সিনেমায় নিচ্ছেন না নির্মাতারা। স্বাভাবিকভাবেই অভিনেতার গলায় শোনা গেল কিছুটা অভিমানের সুর।
টলিপাড়ার এই নামী অভিনেতার আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বেশ কিছু নামী তারকাও। সদ্য আয়োজিত এই অনুষ্ঠানে চোখে পড়েছিল অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি। তিনি সেই অনুষ্ঠানে প্রবীণ খলনায়কের হয়ে সরব হন।

শুভাশিসের সঙ্গে বিপ্লবের সম্পর্ক অনেকদিনের। ‘আমি বিপ্লব’ প্রকাশের অনুষ্ঠানে শুভাশিস বলেন, ‘আমি জানি না, বিপ্লবদাকে কেন কাজ দেওয়া হচ্ছে না। সকল পরিচালকদের উদ্দেশে আমি বলতে চাই, বিপ্লবদা কাজ করতে ইচ্ছুক। ওনাকে কাজ দেওয়া হোক’।
একই সুর শোনা যায় টলিপাড়ার দাপুটে ভিলেন বিপ্লবের গলাতেও। বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘যত ক্ষণ পর্যন্ত হাত পাক চলছে, আমি করার জন্য প্রস্তুত। আমি সিনেমায় কাজ করতে চাই। আমায় নিয়ে যদি কেউ ভাবে সত্যি খুব খুশি হব’।














