• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিপাড়ায় ধুন্ধুমার কান্ড, দেব-শুভশ্রী-শ্রাবন্তীদের বিরুদ্ধে চুরির অভিযোগ সোহম চক্রবর্তীর!

Published on:

Tollywood actor Soham Chakraborty accuses other celebs for stealing his red suitcase

রাজনীতি আর অভিনয়, দু’টোই পাল্লা দিয়ে সমান তালে চালাচ্ছেন টলিউডের (Tollywood) নামী অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। গত এক বছর পর পর অনেকগুলি ছবি রিলিজ করেছে অভিনেতার। নতুন বছর পড়তে না পড়তেই দর্শকদের জন্য আরও একটি সিনেমা নিয়ে হাজির হয়েছেন তিনি। কিন্তু সেই ছবি রিলিজের আগেই টলিউডের বাকি সহশিল্পীদের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ এনেছেন সোহম।

আসলে টলিপাড়ার এই নামী অভিনেতা একটি লাল রঙের স্যুটকেস হারিয়ে ফেলেছেন। গত কয়েকদিন ধরে সেই স্যুটকেসেরই খোঁজ চালাচ্ছেন তিনি। প্রত্যেককে জিজ্ঞেস করছেন, তাঁর স্যুটকেস দেখেছেন কিনা। তবে প্রাণপণে এত খোঁজ চালানোর পর সোহম দেখলেন, তাঁর ইন্ডাস্ট্রির সহ শিল্পীরাই সেই লাল রঙ্গা স্যুটকেস নিয়ে পালিয়েছেন! আর শুধু পালানো নয়, রীতিমতো সেই স্যুটকেস নিয়ে এদিক ওদিক ঘুরেও বেড়াচ্ছেন তাঁরা।

Soham Chakraborty red suitcase

এখন নিশ্চয়ই ভাবছেন সোহমের লাল রঙের সেই স্যুটকেস কে নিয়েছেন? তাহলে বলে রাখি, দেব থেকে শুরু করে শুভশ্রী গাঙ্গুলী, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়- প্রত্যেকের নাম রয়েছে সেই তালিকায়। এমনকি স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বনি, কৌশানি অবধি দিব্যি ঘুরে বেড়িয়েছেন সোহমের লাল স্যুটকেস নিয়ে। টলিপাড়ার প্রত্যেক তারকার ছবি শেয়ার করেছেন সোহম।

দেবের ছবি পোস্ট করে যেমন সোহম লিখেছেন, ‘ভাই দেব তুই প্রজাপতির মতো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিস আমার লাল স্যুটকেসটা নিয়ে। আর আমি এদিকে সবাইকে বলে যাচ্ছি লাল স্যুটকেসটা দেখেছেন?’ শুভশ্রীর উদ্দেশে আবার সোহমের প্রশ্ন, ‘এই যে মিস ইন্দুবালা, আমার লাল স্যুটকেসটা কবে ফেরত দিচ্ছ?  ১০ ফেব্রুয়ারি সিনেমা হলে দেখা করেও দিয়ে দিতে পারো’।

Dev and Subhashree Ganguly with red suitcase

এখন নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী? সোহমের লাল স্যুটকেস নিয়ে বাকি তারকারা কেন ঘোরাঘুরি করছেন? তাহলে জানিয়ে রাখি, এখানেই রয়েছে একটা বিরাট টুইস্ট। আগামী ১০ ফেব্রুয়ারিই রিলিজ করবে সোহমের নতুন সিনেমা। আর সেই ছবির অন্যতম আকর্ষণ এই স্যুটকেস। ছবির নাম হল ‘LSD লাল স্যুটকেস দেখেছেন’।

আসন্ন এই ছবির জন্যই এমন অভিনব কায়দায় প্রচার চালাচ্ছেন সোহম। ইন্ডাস্ট্রির বাকি সহ শিল্পীদের ছবিতে এডিটের মাধ্যমে জুড়ে দিয়েছেন এই লাল স্যুটকেস। ‘LSD লাল স্যুটকেস দেখেছেন’-এর এমন অভিনব প্রচার বেশ ভালোলেগেছে নেটিজেনদেরও। গতে বাঁধা প্রচার ছেড়ে অভিনব কায়দায় সোহমের এই প্রচার বেশ মনে ধরেছে তাঁদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥