• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময় চায়ের দোকানে পর্যন্ত কাজ করেছেন, আজ লড়াই করেই টলিউডের জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী

Published on:

Tollywood actor Shankar Chakraborty struggle to became actor story

টলিউডের (Tollywood)  রুপোলি পর্দা হোক বা টেলিভিশনের পর্দা, উভয় জায়গাতেই দুর্দান্ত সমস্ত অভিনেতাদের পেয়েছেন দর্শকেরা। এমনই একজন অভিনেতা হলেন শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)। টলিউডের সিনেমা থেকে শুরু করে টেলিভিশন সিরিয়াল সর্বত্রই নিজের দক্ষ অভিনয় নিয়ে মানুষের মন জিতেছেন তিনি। তবে অভিনেতা হওয়ার পথটা মসৃণ ছিল না শুরুর দিকে। অনেকটা সংগ্রামের পথ পেরিয়ে তবেই আজ তিনি শঙ্কর চক্রবর্তী।

দেখতে দেখতে প্রায় তিন দশক হয়ে গিয়েছে অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন শঙ্কর চক্রবর্তী। নিজের কাজের সুবাদে যেমন জনপ্রিয়তা পেয়েছেন তেমনি মিলেছে একাধিক পুরস্কার। বাংলা সিনেমার জগতে যেমন তাকে সকলেই চেনেন, তেমনি গৃহস্থ বাড়িতেও সমান জনপ্রিয় সিরিয়ালের দৌলতে। জনপ্রিয় বাংলা ছবি ‘বিবাহ অভিযান’ থেকে বর্তমানের সেরা সিরিয়ালের মধ্যে অন্যতম ‘গুড্ডি’ ও ‘ধূলোকণা’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি।

Shankar Chakraborty

কিন্তু ওই যে আগেই বলেছি, বর্তমানে বিখ্যাত হলেও শুরুটা হয়েছিল সংগ্রামের মধ্যে দিয়েই। চলুন আজ শঙ্কর চক্রবর্তীর অভিনেতা হয়ে ওঠার সংগ্রামের কাহিনী জেনে নেওয়া যাক। যেটা অনেকের কাছেই অজানা, আর হয়তো জানার পর চোখে জল চলে আসতে পারে।

প্রথমেই শুরু করা যাক অভিনেতার নাম দিয়ে। আজ শঙ্কর চক্রবর্তী নাম তাকে সকলে চিনলেও অভিনেতা আসল নাম কিন্তু অন্য। আসল নাম হারাধন চক্রবর্তী, যেটা অভিনয় জগতে আসার পর বদলে শঙ্কর চক্রবর্তী করে ফেলা হয়। অতন্ত্য অভিনেতা গরিব পরিবারেই জন্ম হয়েছিল তাঁর। প্রাথমিক পড়াশোনা শেষ করার পর কলেজের খরচ চালানো পর্যন্ত মুশকিল ছিল। তাই একসময় চায়ের দোকান থেকে সাইকেল সারানোর দোকানেও কাজ করেছিলেন।

Tollywood actor Shankar Chakraborty

কাজ করে যা টাকা পেতেন তাই দিয়েই কোনোমতে খাওয়া থেকে পড়াশোনার খরচ চালাতেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন তিনি। তখন থেকেই স্বপ্ন ছিল একজন ভালোমানের অভিনেতা হওয়ার। অভিনয় শেখার জন্য যোগ দেন উৎপল দত্তের নাটকের দলেও। এভাবেই অভিনেতা হওয়ার শুরুটা হয়েছিল।

এরপর একসময় বড়পর্দায় অভিনয়ের সুযোগ আসে। ‘অনুভব’ নামের বাংলা ছবিতে প্রথম আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একে একে অঞ্জন চৌধুরী, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষের মত পরিচালকদের সাথে কাজ করেন। কখনো নায়ক নায়িকার বাবার চরিত্রে তো কখনো আবার ভিলেনের চরিত্রে দেখা মিলেছে অভিনেতার। এছাড়াও একাধিক সিরিয়ালেও কাজ করেছেন তিনি। সব মিলিয়ে আজ টলিউডের জনপ্রিয় অভিনেতাদের তালিকায় রয়েছেন শঙ্কর চক্রবর্তী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥