• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চলে গেছেন সব্যসাচীও! ঐন্দ্রিলার প্রয়াণের পর থেকে রটছে ভুয়ো খবর, বাধ্য হয়ে মুখ খুললেন অভিনেতা

আর ১দিন বাদেই দু’সপ্তাহ হয়ে যাবে প্রয়াত হয়েছেন টলিউডের নামী অভিনেত্রী (Tollywood actress) ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তবে এখনও তাঁর মৃত্যুর ধাক্কা সামলে উঠতে পারেনি পরিবারের মানুষ, প্রিয়জনেরা। প্রেমিকাকে হারিয়ে এখনও শোকস্তব্ধ অভিনেতা সব্যসাচী চৌধুরীও (Sabyasachi Chowdhury)। এসবের মাঝেই ইউটিউবের সৌজন্যে রটে যায় সব্যসাচীও নাকি কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন! হু হু করে ছড়াতে থাকে সেই সংবাদ। এবার তাই বাধ্য হয়েই এই নিয়ে মুখ খুললেন অভিনেতা।

ঐন্দ্রিলা যখন হাসপাতালে বিছানায় শুয়ে জীবনমৃত্যুর লড়াই লড়ছেন সেই সময় আচমকাই একদিন মধ্যরাতে তাঁর মৃত্যুর খবর রটে গিয়েছিল। সেই সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সব্যসাচী নিজে জানিয়েছিলেন খবরটি মিথ্যে। আর অভিনেত্রীর মৃত্যুর পর থেকে তো ইউটিউবারদের একেবারে পোয়াবারো হয়ে গিয়েছে। ভুয়ো খবর, ভিডিওর সৌজন্যে একেবারে নাজেহাল অবস্থা নেটিজেনদেরও।

   

Bama actor Sabyasachi shares Aindrila Sharma's health update

অপরদিকে প্রেমিকার মৃত্যুর পর থেকে সব্যসাচী সোশ্যাল মিডিয়া থেকে নিজের সম্পূর্ণভাবে সরিয়ে নিয়েছেন। কোনও সংবাদমাধ্যমেও মুখ দেখাননি। সব দিক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ‘মহাপীঠ তারাপীঠ’ অভিনেতা। তাই তাঁকে নিয়ে একের পর এক গুজব ছড়িয়েই যাচ্ছে।

সম্প্রতি যেমন একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে দাবি করা হয়েছে, ‘জিয়ন কাঠি’ অভিনেত্রীর বিষয়ে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছেন সব্যসাচী। এই খবরটি ঠিক কতখানি সত্যি তা জানার জন্য সরাসরি তাঁর সঙ্গেই যোগাযোগ করেছিল একটি সংবাদমাধ্যম। আর উত্তর দেওয়ার সময়ই কার্যত বোমা ফাটান অভিনেতা।

Sabyasachi Chowdury speaking

মাত্র এক লাইনের উত্তর দিলেও তার মাধ্যমেই অনেক কিছু বলে দেন সব্যসাচী। ‘ভাগাড়’ খ্যাত অভিনেতা বলেন, ’ইউটিউবের সৌজন্যে কয়েকদিন আগে নাকি আমিও মারা গিয়েছি!’ এর থেকে বেশি একটি শব্দও বলেননি সব্যসাচী। তবে তাঁর কথার মাধ্যমেই বেশ বোঝা গিয়েছে যে রটতে থাকা সকল গুজবে তিনি ঠিক কতখানি বিরক্ত।

প্রসঙ্গত, ঐন্দ্রিলার মৃত্যুর পরেই সব্যসাচীর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা সৌরভ দাস আগেই জানিয়েছিলে, অভিনেতা আর কোনোদিন লেখালেখি করবেন না। কারণ যার কথায় লেখা শুরু সেই মানুষটিই চিরকালের চলে গিয়েছেন। সেই জন্য সোশ্যাল মিডিয়া থেকেই নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিয়েছেন অভিনেতা। ঐন্দ্রিলার স্মৃতি আগলে তাঁকে চিরকাল নিজের মনের মণিকোঠায় ধরে রাখতে চান সব্যসাচী।