• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মন কষাকষি মিটিয়ে এক হচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা? দিওয়ালির ভাইরাল ‘সহজ ফ্রেম’ নিয়ে মুখ খুললেন অভিনেতা

Published on:

Tollywood actor Rahul Arunodoy Banerjee opens up about getting back with Priyanka Sarkar

ফের কাছাকাছি আসছেন টলিউডের (Tollywood) ‘চিরদিনই তুমি যে আমার’ জুটি? নেটমাধ্যমে রাহুল অরুণোদয় বন্দ্যপাধ্যায় (Rahul Arunodoy Banerjee) ও প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) একসঙ্গে দিওয়ালি উদযাপনের ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। গুঞ্জন শোনা যাচ্ছে, মনোমালিন্য ভুলে এবং আইনি জটিলতা ভুলে ফের কাছাকাছি আসছেন এই তারকা জুটি। এবার এই নিয়ে মুখ খুললেন টলি অভিনেতা নিজে।

প্রিয়াঙ্কার সঙ্গে ছবি দিওয়ালি উদযাপনের ছবি শেয়ার করার পর থেকেই ফের তারকা জুটির কাছাকাছি আসার খবরে ছেয়ে গেছে সংবাদমাধ্যমগুলি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, রঙমিলান্তি করে পোশাক পরেছেন দু’জনে। মাঝে বসে রয়েছেন তাঁদের ছোট্ট ছেলে সহজ।

Rahul Priyanka Diwali celebration

এই ছবি শেয়ার করার পর থেকে নেটমাধ্যমে জোর চর্চা ফের এক হচ্ছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। যদিও এতদিন পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি দু’জনে। তবে এবার এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে ‘লালকুঠি’ ধারাবাহিকের অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে মুখ খোলেন।

মনোমালিন্য ভুলে ফের প্রিয়াঙ্কার কাছাকাছি আসছেন কিনা জিজ্ঞেস করা হলে রাহুল বলেন, ‘আমাদের দু’জনের তরফ থেকে কি এমন ধরণের কোনও বার্তা গিয়েছে? মনে হয় না কোথাও গিয়েছে। আর এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করার মতো পরিস্থিতিতে আমি নেই। সারাদিন ধরে এই বিষয় নিয়ে চর্চা করার মতো সময়ও নেই। আমি মূলত অভিনয়টাই করি’।

Rahul Arunodoy Banerjee,Priyanka Sarkar,Rahul Arunodoy Banerjee Priyanka Sarkar,Rahul Priyanka Diwali celebration,Tollywood,entertainment,রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়,প্রিয়াঙ্কা সরকার,রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা সরকার,রাহুল প্রিয়াঙ্কার দিওয়ালি সেলিব্রেশন,টলিউড,বিনোদন

জানিয়ে রাখি, দিওয়ালি সেলিব্রেশনই প্রথম নয়, এর আগেও কিন্তু একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। নিজের প্রথম পরিচালিত ছবি ‘কলকাতা ৯৬’এ ছেলে সহজকে নেওয়ার কথাও ভেবেছিলেন অভিনেতা। সেই সময়ও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।

Rahul Priyanka Diwali celebration

তবে মঙ্গলবার প্রিয়াঙ্কা এবং সহজের সঙ্গে ছবি শেয়ার করে রাহুল ক্যাপশনে লেখেন, ‘ত্রয়ী’। এরপর থেকে ফের তাঁদের কাছাকাছি আসার গুঞ্জন শুরু হয়েছে। যদিও এই নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ অভিনেতা।প্রসঙ্গত, রাহুল এই মুহূর্তে ‘লালকুঠি’ ধারাবাহিকের শ্যুটিং নিয়ে ব্যস্ত। অপরদিকে প্রিয়াঙ্কা অঙ্কুশ হাজরার সঙ্গে নতুন ছবির শ্যুটিং সেরে রামপুরহাট থেকে ফিরেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥