• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রকৃত বন্ধু! মাচা শো করতে গিয়ে রুকমা অপমানিত হতেই গর্জে উঠলেন রাহুল

সম্প্রতি মাচা শো করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বাংলা টেলিভিশন (Television) এবং টলিউডের (Tollywood) নামী অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। খানাকুলে আয়োজিত সেই অনুষ্ঠানে গিয়ে চরম অপমানিত হন ‘লালকুঠি’ নায়িকা। জানা গিয়েছে, ‘কিরণমালা’ নায়িকাকে মঞ্চে থেকে নেমে যেতে বলা হয়েছিল। এরপর থেকেই সেই রাতে কী হয়েছিল তা নিয়ে চর্চা-আলোচনা চরমে উঠেছে।

এবার এই বিতর্কে রুকমার পাশে দাঁড়ালেন তাঁর ‘লালকুঠি’ এবং ‘দেশের মাটি’ ধারাবাহিকের নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রুকমাকে সমর্থন করার পাশাপাশি একরাশ ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে রাহুলের পোস্ট বেশ ভাইরাল হয়ে গিয়েছে।

   

Rahul Arunoday Banerjee and Rooqma Ray, Rahul Banerjee and Rooqma Ray

রুকমার একটি পোস্ট শেয়ার করে রাহুল ক্যাপশনে লিখেছেন, ‘এই মানুষটা বছরে ১০০টা শো করে। কোনোদিন কেউ বলতে পারবে না এক মুহূর্তের জন্য অপেশাদার হয়েছে। ও খুব ভালোবেসে কাজ করে। যে কাজটাই করে নিজেকে সমর্পণ করে। তাই ওঁর মতো গায়িকাকে শো’তে ডাকা মানে ভরপুর মনোরঞ্জন। ওঁর সঙ্গে এটা হলে বাকিরা কী করবে?’

Rahul Arunoday Banerjee facebook post, Rahul Arunoday Banerjee supports Rooqma Ray

রুকমা এর আগে এই বিষয়ে জানিয়েছিলেন, ‘খানাকুলে আমি শো করতে গিয়েছিলাম। সেখানে আমায় ১১টার মধ্যে যেতে বলা হয়েছিল। তবে আমি সেই সময়ে পৌঁছতে পারিনি। আমার আধ ঘণ্টা দেরি হয়ে যায়। জায়গাটা অনেকটা দূর। সেই জন্য একটু বেশি সময় লেগে যায়। অনুষ্ঠানের জায়গার প্রায় ১ কিলোমিটার আগে আমায় নামিয়ে বলা হয়, এর আগে গাড়ি যাবে না’।

রুকমা জানান, অনুষ্ঠানটি যেখানে আয়োজিত হয়েছিল সেখানে যাওয়ার জন্য প্রচুর অলিগলি দিয়ে যেতে হতো। কিন্তু ভিড়ের মধ্যে হেঁটে যাওয়া নিরাপদ মনে হয়নি নায়িক র। সেই জন্য তিনি আয়োজনকারীদের একটি টোটোর ব্যবস্থা করে দিতে বলেন। কারণ তাঁকে কতখানি যেতে হবে সেই বিষয়েও কোনও আন্দাজ ছিল না রুকমার।

Rooqma Ray, Rooqma Ray macha show controversy

‘লালকুঠি’ নায়িকা জানান, এরপর একজন ব্যক্তি তাঁকে বাইকে করে অনুষ্ঠানস্থল অবধি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু সেই তাঁকে ব্যক্তিগতভাবে চিনতেন না বলে রুকমা রাজি হননি। এরপর অনুষ্ঠান শুরু হয়। অভিনেত্রীর কাছে আসতে থাকে সেলফি তোলার বহু অনুরোধ। রুকমার কথায়, তিনি বলেছিলেন, ‘একজনের ফোনেই কিন্তু সেলফি তুলব’। এরপরেই নাকি আয়োজন কমিটির এক সদস্য তাঁর ওপর চড়াও হন। মঞ্চে মাইক ধরে অপমান করতে থাকেন তাঁকে। এরপর মঞ্চ থেকে নেমে যান রুকমা।

যদিও শো ছেড়ে অভিনেত্রী বেরিয়ে আসেননি। অনুরাগীদের কথা ভেবে ব্যাকস্টেজে প্রায় ২০ মিনিট বসে ছিলেন রুকমা। তিনি বলেছিলেন, আমায় যিনি অপমান করেছেন তাঁকে এসে একবার ক্ষমা চাইতে হবে। কিন্তু সেই ব্যক্তি রাজি হননি। এরপরই সেখান থেকে বেরিয়ে আসেন টলি নায়িকা।