• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দূরত্ব মিটিয়ে ফের কাছাকাছি আসছেন রাহুল-প্রিয়াঙ্কা? তারকাজুটির নতুন ছবি দেখে শুরু জল্পনা

Published on:

Tollywood actor Rahul Arunoday Banerjee shares a photo with Priyanka Sarkar and son Sahaj from a vacation

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) এবং প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) টলিউডের অত্যন্ত চেনা মুখ। এখনও তাঁদের দর্শকদের একাংশ ‘চিরদিনই তুমি যে আমার’ জুটি বলেই চেনে। তাঁদের ব্যক্তিগত জীবনে কী চলছে না চলছে তা নিয়েও লোকের আগ্রহের অন্ত নেই। সংবাদমাধ্যমের শিরোনামেও রাহুল-প্রিয়াঙ্কাকে মাঝেমধ্যেই উঠে আসতে দেখা যায়।

টলিপাড়ার এই দুই তারকার প্রেম যে পর্দা থেকে বাস্তবেও গড়িয়েছিল তা অনেকেই জানেন। সুপারহিট ‘চিরদিনই তুমি যে আমার’ করার সময়ই দু’জনের প্রেমের সূত্রপাত। এরপর সাত পাক ঘোরেন রাহুল-প্রিয়াঙ্কা। জন্ম হয় ছেলে সহজের। যদিও বিয়ে খুব বেশিদিন টেকেনি। কয়েকবছরের মধ্যেই আলাদা থাকতে শুরু করেন দুই তারকা।

Rahul Arunoday Banerjee Priyanka Sarkar

রাহুল-প্রিয়াঙ্কার বিচ্ছেদের পর স্বাভাবিকভাবেই অনুরাগীরা বেশ কষ্ট পেয়েছিলেন। এখনও তাই দুই তারকাকে এক ফ্রেমে দেখলেই মনটা খুশিতে ভরে যায় তাঁদের। সম্প্রতি যেমন ছেলে সহজের সঙ্গে ‘চিরদিনই তুমি যে আমার’ জুটির জঙ্গল সাফারির ছবি ভাইরাল হতেই ফের তাঁদের সম্পর্ক জোড়া লাগার জল্পনা শুরু হয়েছে।

রাহুল সম্প্রতি ছেলে সহজ এবং প্রিয়াঙ্কার সঙ্গে সাফারির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হুডখোলা জিপের মধ্যে বসে রয়েছেন তাঁরা। ছবিটির ক্যাপশনে ‘লালকুঠি’ অভিনেতা লিখেছেন, ‘হুডখোলা ভালোবাসারা’। আর সেই ছবি দেখেই ফের রাহুল-প্রিয়াঙ্কার পুরনো সম্পর্ক জোড়া লাগার গুঞ্জনও শুরু হয়ে গিয়েছে।

Rahul Arunoday Banerjee Priyanka Sarkar, Rahul Priyanka Sahaj

গত কয়েকমাস ধরেই রাহুল এবং প্রিয়াঙ্কার কাছাকাছি আসার খবর শোনা যাচ্ছে। চলতি বছর দীপাবলির সময় ছেলে ও প্রিয়াঙ্কার সঙ্গে রঙমিলান্তি পোশাক পরে ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। তখনও শোনা গিয়েছিল, অভিমান মিটিয়ে দুই তারকার কাছে আসার কথা। যদিও তা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি দু’জনের কেউই।

প্রসঙ্গত, সম্পর্ক ভাঙার পর রাহুল এবং প্রিয়াঙ্কা দু’জনেরই নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা গিয়েছে। অভিনেত্রীর নাম জড়িয়েছিল তথাগত ঘোষের সঙ্গে। যদিও তিনি সাফ বলেছিলেন, বন্ধুত্ব ছাড়া আর কোনও সম্পর্ক নেই তাঁদের মধ্যে। অপরদিকে অভিনেতার নাম প্রথমে সন্দীপ্তা সেন এবং এরপর রুকমা রায়ের সঙ্গে জড়িয়েছে। যদিও এখন ছেলের সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার ছবি দেখার পর থেকে অনুরাগীরা কামনা করছেন ফের যেন সব মন কষাকষি ভুলে কাছাকাছি আসেন এই দুই তারকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥