• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘রানিমা’র সঙ্গে অভিনয় করতে চান প্রসেনজিৎ চ্যাটার্জি! দিতিপ্রিয়াকে নিজেই জানালেন সে কথা

দিতিপ্রিয়া রায় Ditipriya Roy Rani Rashmoni রাণী রাসমণি

টেলিভিশনে অনেক শিশু শিল্পীই অভিনয় করেছেন। কিন্তু ‘করুণাময়ী রাণী রাসমণি’ (Karunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে ‘রানিমা’র চরিত্রে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) -এর অভিনয়ে মুগ্ধ হয়েছেন টলিউডের তাবড়-তাবড় বোদ্ধারাও।

দিতিপ্রিয়া রায় Ditipriya Roy Rani Rashmoni রাণী রাসমণি

কিশোরী থেকে বয়স্কা প্রায় ১০০০ এপিসোডের বেশি সময় ধরে রানিমার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন দিতিপ্রিয়া। মাত্র ১৭ বছর বয়সেই তিনি অবলীলায় ফুটিয়ে তুলছেন ৫৩ বছরের রানি রাসমণিকে।

Bochorer Sera Award Ditipriya Roy দিতিপ্রিয়া রায় বছরের সেরা অ্যাওয়ার্ড

এই অভিনয়ের জেরেই দিতিপ্রিয়া রাজ্যপালের হাত থেকে নিয়েছেন পুরস্কার। সম্প্রতি জনপ্রিয় সংবাদ মাধ্যমের আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের রথী-মহারথীরা।

Bochorer Sera Award Ditipriya Roy দিতিপ্রিয়া রায় বছরের সেরা অ্যাওয়ার্ড Jagdeep Dhankhar

 

এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা দেব, পাওলি দাম, দিতিপ্রিয়া রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) সহ অনেকেকেই। সেই মঞ্চেই ছোট্ট দিতিপ্রিয়ার কাছে প্রসেনজিৎ এর প্রশ্ন ছিল, এত বছর ধরে একই চরিত্রে কীভাবে অভিনয় করছেন দিতিপ্রিয়া?

দিতিপ্রিয়া রায় Ditipriya Roy Rani Rashmoni রাণী রাসমণি

উত্তরে একগাল হেসে দিতিপ্রিয়া উত্তর দিয়েছিলেন, দশম শ্রেণীতে পড়ার সময় তার কাছে প্রস্তাব আসে রাণী রাসমণির ছোট বেলার চরিত্রে অভিনয় করার কিন্তু প্রায় সাড়ে তিনবছরের বেশি সময় ধরে দর্শকদের ভালোবাসায় সকলেরই ‘রানিমা’ হয়ে উঠেছেন দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়া রায় Ditipriya Roy Rani Rashmoni রাণী রাসমণি

এরপরেই দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ঠাট্টার ছলে অভিনয় করার ও ইচ্ছে প্রকাশ করে প্রসেনজিৎ জিজ্ঞেস করেন, “তুমি অভিনয় করবে তো আমার সঙ্গে?”, দিতিপ্রিয়া সম্মতি জানান তাতে।

Bochorer Sera Award Ditipriya Roy দিতিপ্রিয়া রায় বছরের সেরা অ্যাওয়ার্ড

এরপরেই ইন্ড্রাস্ট্রির সিনিয়র হিসেবে দিতিপ্রিয়াকে পরামর্শ দিয়ে টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, তিনি যেন ধারাবাহিকেই নিজের অভিনয়ের সমস্ত শক্তি খরচ না করে ফেলেন, ছবিতে অভিনয়ের জন্যেও দিতিপ্রিয়াকে কিছুটা অভিনয় বাঁচিয়ে রাখার পরামর্শ দিলেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥