• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোপনে বিয়ে সারলেন পরমব্রত? পাত্রী আবার নামি গায়িকা, নাম জানলে চমকে যাবেন আপনিও

Published on:

Parambrata Chatterjee,Marriage,Gossip,Tollywood,Actor,Tollywood actor,Tollywood gossip,Piya Chakraborty,Entertainment,পরমব্রত চট্টোপাধ্যায়,পিয়া চক্রবর্তী,বিয়ে,টলিউড,অভিনেতা,গসিপ,টলিউড অভিনেতা,টলিউড গসিপ,বিনোদন,Parambrata Chatterjee Piya Chakraborty,Parambrata Chatterjee marriage,পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে,পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তী

Tollywood actor Parambrata Chatterjee Marriage rumor: টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির মোস্ট এলিজেবল ব্যাচেলর বলা হয় পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee)। ৪৩ বছর বয়সী এই সুদর্শন অভিনেতার প্রেমে পাগল বহু তরুণী। একাধিক নায়িকার সঙ্গে নামও জড়িয়েছে তাঁর। যদিও কোনও সম্পর্কই বিয়ে অবধি পৌঁছয়নি। তবে সম্প্রতি নামী মুম্বইয়ে চুপিসারে গাঁটছড়া (Marriage) বেঁধেছেন পরমব্রত!

গত কয়েক মাস ধরেই জনপ্রিয় গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) সঙ্গে পরমব্রতর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি শোনা যায়, মায়ানগরীতে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন দু’জনে। পরমব্রত-পিয়ার বিয়ের খবর সামনে আসতেই ঝড় উঠেছে নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই জেনে গিয়েছেন পরমব্রতর এই ‘গোপন বিয়ে’র খবর।

Parambrata Chatterjee, Parambrata Chatterjee marriage

পরমব্রতর বিয়ে নিয়ে যখন সর্বত্র চর্চা হচ্ছে তখন এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন অভিনেতা নিজে। বিয়ের জল্পনাকে সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিনেতা। কিছুটা মজা করেই তিনি বলেন, ‘আমি এক একটা শহরে এক একটা করে বিয়ে করছি (প্লিজ এটা লিখো)। আমি চারটে সংসার পেতেছি। কলকাতা, মুম্বই, ঢাকা, লন্ডনে চারটে বিয়ে করেছি’।

স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে তনুশ্রী দত্ত- টলিপাড়ার একাধিক নায়িকার সঙ্গে অতীতে নাম জড়িয়েছে পরমব্রতর। এরপর বিদেশি সুন্দরী ইকার সঙ্গে দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন তিনি। তবে কোভিডের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। এরপর থেকেই অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে অভিনেতার সম্পর্কের কানাঘুষো শোনা যেতে থাকে।

Parambrata Chatterjee and Piya Chakraborty, Parambrata Chatterjee and Piya Chakraborty marriage gossip

পিয়ার সঙ্গে নাম জড়ানোয় বেশ বিরক্ত হয়েছিলেন পরমব্রত। এসবের মাঝেই রটে গেল তাঁদের বিয়ের ভুয়ো খবর। পরমব্রত বরাবর পিয়াকে নিজের ভালো বান্ধবী বলে এসেছেন। এখনও সেটাই বলেন। এই সম্পর্ককে অন্য কোনও নাম দিতে চান না তাঁরা দু’জনেই। উল্লেখ্য, প্রাক্তন স্বামী অনুপমের মতো পিয়াও একজন গায়িকা। যদিও অনুপমের মতো ব্যাপক জনপ্রিয়তা তাঁর এখনও হয়নি।

Parambrata Chatterjee and Piya Chakraborty, Parambrata Chatterjee and Piya Chakraborty marriage gossip

অপরদিকে অতীতে একবার বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরমব্রত। অভিনেতা সাফ জানিয়েছিলেন, বিয়ের মতো দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য তিনি প্রস্তুত কিনা তা এখনও তিনি জানেন না। পরমব্রত বলেছিলেন, ‘বিয়ের জন্য প্রস্তুত কিনা তা আমি সত্যি জানি না। দীর্ঘস্থায়ী কোনও সম্পর্কের জন্য আমি তৈরি কিনা সেটা আমি এখনই বলতে পারবো না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥