• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপা-জগদ্ধাত্রী সাবধান! সেরার শিরোপা ছিনিয়ে নিতে বাংলা সিরিয়ালে ফিরছেন যীশু সেনগুপ্ত

Published on:

Tollywood actor Jisshu Sengupta takes entry in Horogouri Pice Hotel

স্টার জলসার (Star Jalsha) পর্দায় রমরমিয়ে চলছে অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এবং তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের প্রয়োজনা সংস্থার জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)। ইদানিং এই সিরিয়ালটি টিআরপি তালিকাতেও দুর্দান্ত ফল করেছে। যার ফলে এই সিরিয়ালটিকে নিয়ে এখন দর্শক মহলে চলছে তুমুল চর্চা।

এই ধারাবাহিকের নায়ক নায়িকার শঙ্কর-ঐশানির (Shankar-Oishani) মিষ্টি জুটিটাকেও দারুন পছন্দ করছেন দর্শক। কিছুদিন আগেই ছোট দেয়ার ভাস্করের চক্রান্তে বৃদ্ধ বাবা মাকে নিয়েই বাড়ি ছাড়া হয়েছিল সার ঐশানি। কিন্তু সব অন্যায়ের বিরুদ্ধে দু’হাতে দশভুজার মতোই রুখে দাঁড়িয়েছিল ঐশানি। এই দুঃখের দিন কাটতেই সবেমাত্র বাড়ি ফিরে এসেছিল শংকর ঐশানি। এরমধ্যেই ধারাবাহিকে আসছে বিরাট চমক।

ইতিমধ্যেই টিআরপি তালিকায় তাক লাগিয়েছে এই সিরিয়াল। আর টি আর পি তে তাক লাগানোর পর এবার এই ধারাবাহিকে এসে আসতে চলেছে এক বিরাট চমক। কিছুদিন আগেই এই  ধারাবাহিকে নতুন চরিত্রে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা তথাগত মুখার্জী। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম হয়েছে খোকন। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই খোকনের জোরজবরদস্তিতেই কুকিং কম্পিটিশনে নেমেছে ঐশানি।

আর তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে শংকর। আর এবার এই সিরিয়লেই এন্ট্রি নিতে চলেছেন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। প্রসঙ্গত এই মুহূর্তে বাংলার পাশাপাশি হিন্দি এবং সাউথের সিনেমাতেও দাপিয়ে কাজ করছেন যীশু। তাই তিনি সিরিয়ালে অভিনয়ের করলেও ধারাবাহিকের একটি বিশেষ পর্বে অতিথি হিসাবে দেখা যাবে তাঁকে।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যীশুর হরগৌরী পাইলস হোটেলে এন্ট্রি নেওয়ার ঝলক। আর যীশুকে এই সিরিয়ালে এন্ট্রি নিতে দেখেই রীতিমতো উচ্ছাসিত অভিনেতার ভক্তরা। সকলেই বলছেন যীশু এন্ট্রি নিতেই এবার ঝড় উঠবে টি আর পি তালিকাতেও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥