• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনেকেই ‘অসুখ’ লুকিয়ে শ্যুটিং করেছেন, তাই ছড়িয়েছে! বিস্ফোরক দাবি অসুস্থ জিতুর

jeetu kamal

বলিউডের পর এবার টলিউডেও আঁছড়ে পড়েছে করোনার (Corona virus) দ্বিতীয় ঢেউয়ের জোয়ার। ইতিমধ্যেই আক্রান্ত টেলিভিশন থেকে সিনেমা জগতের একাধিক তারকারা। দুদিন ধরে জ্বর, সর্দি, কাশি নিয়ে ভোগান্তির পর শুক্রবার অভিনেতা জিতুর (Jeetu) করোনা টেস্ট করান। রিপোর্ট এখনও হাতে পাননি অভিনেতা, তবুও তিনি এখন থেকেই নিভৃতবাসে রয়েছেন জিতু কমল।

দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী চৈতী ঘোষাল, চৈতীর মতোই জিতুর দাবি, “ইন্ডাস্ট্রির অনেকেই অসুখ লুকিয়ে লাগাতার শ্যুটিং করে চলেছেন, আর তাতেই ছড়াচ্ছে সংক্রমণ “।তার পাশাপাশি জিতুর স্ত্রী নবনিতা দত্ত (Nabanita dutta) -ও রয়েছেন নিভৃতবাসে। বাড়তি সতর্কতা হিসেবে, নবনীতা ইতিমধ্যেই বন্ধ রেখেছেন ‘মহাপীঠ তারাপীঠ’ এর শ্যুটিং…

nabanita das jeetu kamal

খানিক জ্বর হলেই কেউ ওষুধ খেয়ে কমে গেলে আর পাত্তা দিচ্ছেন না। কোভিড টেস্টও করাচ্ছেন না। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই কাজে যোগ দিচ্ছেন। কেউ বা আবার শরীর খারাপ লুকিয়ে মনের জোরেই কাজ করতে চলে আসছেন। তাঁরা আদৌ জানেন-ই না যে তাঁদের কোভিড হয়েছে কিনা। আর তার ফলেই সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে, এমনটাই অভিযোগ তুলেছিলেন চৈতী ঘোষাল। সেই একই অভিযোগের সুর এবার অসুস্থ জিতুর কণ্ঠেও।

এদিন নিজের ইন্সটা হ্যান্ডেলে জিতু করোনা টেস্ট করার ভিডিও শেয়ার করে শঙ্কিত কন্ঠে লিখেছেন, “জানি না কাল কী অপেক্ষা করছে…। ভয় অন্য জায়গায়। আমার থেকে কেউ যেন সংক্রমিত না হন।” তাঁর থেকে যেন অন্যকারোর সংক্রমণ না হয় সেই বিষয়ে যথেষ্ট চিন্তিত তিনি।

jeetu kamal

আকাশ ৮ চ্যানেলের ‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিকে মুখ্য অভিনেতার ভূমিকায় রয়েছেন জিতু কমল। এই শ্যুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন চৈতী, এছাড়াও অসুস্থ আরেকজন অভিনেত্রী অনামিকা সাহা।

 

 

View this post on Instagram

 

A post shared by jeetu?? (@jeetu_kamal)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥