• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সম্বন্ধ করে বিয়ে, কীভাবে প্রেম হল জিৎ-মোহনার? সিনেমার গল্পকেও হার মানায় টলি সুপারস্টারের লাভস্টোরি

Published on:

Jeet,Mohna Madnani,Tollywood,Actor,Tollywood actor,Tollywood news,Love story,জিৎ,মোহনা মদনানি,টলিউড,অভিনেতা,টলিউড অভিনেতা,লাভস্টোরি,প্রেম কাহিনী,টলিউডের খবর,Entertainment,Entertainment news,Bangla khobor,Jeet Mohna Madnani,Jeet Mohna Madnani love story,জিৎ মোহনা মদনানি,জিৎ মোহনার লাভস্টোরি,জিৎ মোহনার প্রেমকাহিনী,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Jeet love story,জিতের লাভস্টোরি,জিতের প্রেমকাহিনী

পুজোর আবহে খুশির জোয়ারে ভাসছেন টলি (Tollywood) সুপারস্টার জিৎ (Jeet)। দিন কয়েক আগেই দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ অনুভব করেছেন তিনি। গত ১৬ অক্টোবর অভিনেতা-পত্নী মোহনা (Mohna Madnani) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মেয়ের জন্মের ১১ বছরের মাথায় ফের বাবা হয়েছেন ‘চেঙ্গিজ’ অভিনেতা। আপাতত স্ত্রী-সন্তানদের নিয়েই ব্যস্ত আছেন তিনি।

জিৎ এমন একজন তারকা যিনি নিজের ব্যক্তিগত জীবন বরাবর পর্দার আড়ালে রেখেছেন। তাঁর স্ত্রী-কন্যাকেও সেভাবে লাইমলাইটে থাকতে দেখা যায় না। অনেকেই হয়তো জানেন না, জিৎ কিন্তু প্রেম করে বিয়ে করেননি। বরং সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল তাঁর এবং মোহনার। আজকের এই প্রতিবেদনে তাঁদের অজানা লাভস্টোরিই (Love Story) তুলে ধরা হল।

Jeet and Mohna Madnani, Jeet love story

২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন জিৎ এবং মোহনা। অভিনেতার স্ত্রী লখনউয়ের একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। শোনা যায়, দুই পরিবারের তরফ থেকে সম্বন্ধ করা হয়েছিল জিৎ-মোহনার। পাকা কথা হওয়ার পর কথাবার্তা শুরু হয় দু’জনের। তখন থেকেই আস্তে আস্তে একে অপরের প্রতি টান অনুভব করতে শুরু করেন তাঁরা।

বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর প্রেমে পড়েন জিৎ এবং মোহনা। এরপর ধুমধাম করে গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিয়ের দেড় বছরের মাথায় এই তারকাজুটির ঘর আলো করে আসে মেয়ে নবন্যা। এরপর থেকে তাঁকে ঘিরেই আবর্তিত হচ্ছিল দু’জনের জীবন। এবার সেই পরিবারেই চলে এল নতুন সদস্য।

Tollywood actor Jeet is expecting his second child soon shares wife’s pregnancy news

টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেও জিৎকে ইন্ডাস্ট্রির ইভেন্ট বা পার্টিতে খুব একটা দেখা যায় না। কাজ থেকে বিরতি পেলে পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন তিনি। ‘ফ্যামিলি ম্যান’ হিসেবে ইন্ডাস্ট্রিতে বেশ সুনাম রয়েছে অভিনেতার।

Jeet and Mohna Madnani, Jeet love story

প্রসঙ্গত, ২০০২ সালে ‘সাথী’ ছবির হাত ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন জিৎ। প্রথম ছবিতে অভিনয় করেই আকাশছোঁয়া সাফল্য পান অভিনেতা। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় দু’দশক। এখনও সিনেপ্রেমী মানুষদের মধ্যে জিতের ক্রেজ দেখার মতো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥