• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিপাড়ায় ফের বাজল সানাই! মির্চি সৌরভীর সাথে বিয়ে সারলেন অভিনেতা ইন্দ্রাশীষ রায়

Published on:

Indrasish Roy ইন্দ্রাশীষ রায়,

টলিপাড়ায় এখন লেগেই রয়েছে খুশির হাওয়া! একে একে বিয়ের ফুল ফুটছে টলি তারকাদের মনে। গতবছরের শেষেই ধুমধাম করে বিয়ে সেরেছেন অভিনেতা গৌরব চ্যাটার্জি এবং অভিনেত্রী দেবলীনা কুমার। এদিকে বছরের শুরুতেই গত ১৫ই জানুয়ারি এলাহি আয়োজনে সাত পাকে বাঁধা পড়েছেন ত্বরিতা চ্যাটার্জি (Twarita Chatterjee) এবং গৌরব ব্যানার্জি (Gourab Banerjee)। এবার সেই লগ্নেই জাকজমক ছাড়াই গাঁটছড়া বেঁধে ফেললেন অভিনেতা ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy) -ও।

Indrasish Roy ইন্দ্রাশীষ রায়,

এক্কেবারে ছিমছাম ভাবে বাছা বাছা আত্মীয় স্বজন আর কয়েকজন বন্ধুবান্ধব নিয়েই শুভ কাজ সেরে ফেলেছেন ইন্দ্রাশীষ। তার সোশ্যাল মিডিয়া দেখলে বিন্দুমাত্র আঁচ পাওয়ার জো নেই যে তিনি বিয়ে করেছেন।

Indrasish Roy ইন্দ্রাশীষ রায়  অনিন্দিতা বসু

 

অবশেষে এই সুখবর প্রকাশ্যে আনলেন টলিপাড়ার অন্য জনপ্রিয় জুটি অনিন্দিতা বসু (Anindita Basu) এবং সৌরভ দাস (Sourav Das)।দীর্ঘদিনের বান্ধবী মির্চি সৌরভীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা। সূত্রের খবর, দীর্ঘদিন সম্পর্কের এই পরিণতি পেল আইনি মতেই।

Indrasish Roy ইন্দ্রাশীষ রায়,

বিয়ের দিন ইন্দ্রাশীষ সেজেছিলেন সাবেকি ধুতি পাঞ্জাবিতে আর সৌরভীর পরনে বাঙালি নববধূর মতোই লাল বেনারসি আর সোনার গয়না। অনিন্দিতা বন্ধুর বিয়েতে পরেছেন লাল পাড়ের নীল বেনারসি এবং সৌরভ সেজেছেন কালো ব্লেজারে। ছবি প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে শুভেচ্ছায় মুড়ে দিয়েছেন নেটবাসী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥