• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভোটের আগে তৃণমূলের পাশে টলিপাড়া, দীপঙ্কর যোগ দিলেন ঘাসফুল শিবিরে

Published on:

Dipankar Dey দীপঙ্কর দে TMC তৃণমূল

প্রায় দরজায় কড়া নাড়ছে ২০২১ এর বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। আর শেষমুহূর্তের পাশাখেলায় ঘুঁটি সাজিয়ে নিচ্ছে শাসক ও বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে রাজনীতি (Politics) ও বিনোদন (Entertainment) জগতের মেলামেশা যে বহু পুরনো, তার প্রমাণ দেব (Dev), নুসরাত জাহান (Nusrat Jahan) ও মিমির (Mimi) মত খ্যাতনামাদের ঘাসফুল শিবিরে যোগদান দেওয়ার ঘটনা। এহেন সরগরম পরিস্থিতির মাঝেই তৃণমূলে যোগদান করলেন দীপঙ্কর দে (Dipankar De)। অভিনয় জীবন শুরুর প্রায় ৫০ বছর পর রাজনীতির ব্যাটন তুলে নেওয়ার মধ্য দিয়ে কি তবে টলি-জীবনের ইতি টানলেন দীপঙ্কর, এ প্রশ্ন থেকেই যাচ্ছে।

Dipankar Dey দীপঙ্কর দে TMC তৃণমূল

গত জানুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ ছত্রছায়ায় যোগদান করেন মন্টু পাইলট (Montu Pilot) খ্যাত অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। প্রায় একই ভঙ্গিতে রাজ্যের শাসকদলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন দীপঙ্কর। দলবদলের রাজনীতিতে যখন তৃণমূল থেকে জোয়ার বিজেপির দিকে এগোচ্ছে, তারই মাঝে নতুন করে তৃণমূলে যোগ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) ও দীপঙ্করের মত নামজাদা তারকা।

টলিসূত্রের খবর অনুযায়ী, আজ থেকে প্রায় ৫০ বছর আগে সত্যজিৎ রায়ের ‘সীমাবদ্ধ’ ছবির মাধ্যমে প্রথম রুপোলি পর্দায় অভিষেক ঘটে দীপঙ্কর দে-র। তারপর একে একে মৃণাল সেন, তপন সিংহের মত প্রবাদপ্রতিম পরিচালকের সঙ্গে কাজ করে তাকে লাগিয়ে দিয়েছেন টলিপাড়ার এই বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘ টলি-কেরিয়ারে যেভাবে চুটিয়ে অভিনয় করেছেন দীপঙ্কর, একইভাবে রাজনৈতিক কেরিয়ারেও কতটা ছাপ রাখবেন তিনি, তা সময়ই বলবে। রুদ্রনীল (Rudranil), কৌশিক (Koushik)-এর মত নবযুগের তারকাদের একে একে ভারতীয় জনতা পার্টির দিকে ঝোঁক বাড়লেও দীপঙ্করদের মত পুরাতনপন্থীরা যে এখনও মা-মাটি-মানুষের সরকারের উপরেই ভরসা রাখছে, তা বেশ বোঝা যাচ্ছে সাম্প্রতিক ঘটনায়!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥