• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেই সরকারি সাহায্য, টাকার অভাবে চিকিৎসা আটককে টলি অভিনেতার, সাহায্যের হাত বাড়ালেন পরিচালক

Published on:

tollywood actor Dipak Halder unable to get medical facilities for hear treatment diirector comes to help

একসময় বিনোদন মানেই ছিল থিয়েটার, যাত্রা এই সমস্ত কিছু। তবে সেই সমস্ত এখন অতীতের কাহিনী হয়ে গিয়েছে টেলিভিশন, সিনেমা হল থেকে বিনোদন আজ মুঠোফোনে বন্ধি। আমাদের বিনোদনের স্বার্থে কাজ করে চলা তারকাদের সবাই নিজে খুব সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন তা কিন্তু নয়। বাংলা ইন্ডাস্ট্রি বা টলিউডে  (Tollywood) এমন অনেকেই রয়েছেন যাদের দিন কাটলেও চিকিৎসার জন্য টাকা নেই।

এমন খবর নতুন কিছু নয় যে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না অভিনেতা অভিনেত্রী। তবে প্রতিবারই এমন অসুস্থতার খবরগুলো মনকে নাড়া দেয়। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা দীপক হালদারের (Dipak Halder) অসুস্থতার খবর মিলেছে। সাথে জানা গিয়েছে অভিনেতা হৃদরোগে আক্রান্ত হলেও চিকিৎসার জন্য যথাসাধ্য সামর্থ্য নেই তার। চিকিৎসার জন্য স্টেন্ট বসাতে হবে, কিন্তু তাঁর খরচ জোগাড় করতে পারছেন না তিনি।

Dipak Halder heart desease

সিনেমার পর্দায় নায়কের চরিত্রে না হলেও বহুবার দেখা গিয়েছে দীপক হালদারকে। পার্শ্ব চরিত্রে তার অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। কিছুদিন আগে ‘বিরহী’ নামের একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাকে। সিরিজে ‘বোম বলাই’ এর চরিত্রে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন নেটিজেনরা। কিন্তু এমন একজন প্রতিভাবান অভিনেতা টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না এটা সত্যিই কষ্ট দেয়।

জানা গিয়েছে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসার জন্য যে সরকারি কার্ড প্রয়োজন তা নেই অভিনেতার। তবে এবার তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এলেই টলিউডের পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য (Pradipta Bhattacharyya) ও ঋত্বিক চক্রবর্তী। একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দীপক বাবুর স্বাস্থ্যসাথী কার্ড নেই, আর বেসরকারি হাসপাতালে খরচ অনেক। বিগত কয়েকদিন ধরে এন আর এস ও ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করেও হতে পারেননি তিনি। মেডিক্লেম বা সরকারি কার্ড না থাকলে কি কিছু করা যাবে না? লোকটা বাঁচবে কি করে?’

পরিচালকের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পরে। সাথে সাথে নেটিজেনদের কমেন্টে ভরে যায়, পাশে আছি ওনার দ্রুত সুস্থতা আশা করি। একাধিক মানুষেরা সাহায্যের জন্য এগিয়ে আসেন। এরপরই মেলে খুশির খবর, পরিচালক জানান, ‘দীপকদার ব্যাপারে অসংখ্য মানুষ সাহায্য করতে চেয়েছেন, ভালোবাসা জানিয়েছেন। আগামী সোমবার পিজি হাসপাতালে ভর্তি হবেন তিনি, তারপর শুরু হবে চিকিৎসা। সাথে সকলকে পাশে থাকার জন্য ও সাহায্যের জন্য  অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥