বিনোদন জগতে নিত্যনতুন শোয়ের দৌলতে কোনো টাইম স্লটই ফাঁকা যায় না। এই যেমন ইসমার্ট শেষ হতেই স্টার জলসার পর্দায় নতুন করে জায়গা নিতে চলেছে ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’ (Dance Dance Season 3)। পরপর দু-দুটো সিজন রমরমিয়ে চলার পর আসতে চলেছে এই নাচের রিয়ালিটি শোয়ের তৃতীয় সিজন। আগামী ৬ আগস্ট থেকেই টিভির পর্দায় শুরু হতে চলেছে এই রিয়ালিটি শো।
প্রসঙ্গত এবারের শোতে বিচারকের (Judge) আসনে থাকছেন বাংলার সুপারস্টার দেব অধিকারী (Dev Adhikary), মনামী ঘোষ (Monami Ghosh) এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। প্রসঙ্গত রুক্মিনীর সাথে দেবের সম্পর্কের কথা অজানা নয় কারোরই। একসাথে জুটি বেঁধে একাধিক সিনেমায় কাজ করেছেন দেব রুক্মিণী। তাই শুধু অনস্ক্রিনই নয় অফস্ক্রিনেও তাদের জুটি বেশ জনপ্রিয়।
আর এবার এই প্রথম নাচের শোতে একসাথে বিচারকের আসনে বসছেন দেব রুক্মিণী। প্রসঙ্গত এই শোয়ের বিচারকদের নাম প্রকাশ্যে আসার পর থেকেই অসংখ্য মানুষের সমালোচনার মুখে পড়েছিলেন রুক্মিণী। অনেকেই বলতে থাকেন এই শো থেকে বাদ দিয়ে দেওয়া হোক রুক্মিনিকে। বিচারক হিসেবে তারা দেখতে চান না এই অভিনেত্রীকে।
আর এবার রুক্মিনীর প্রেমিক অর্থাৎ টলিউড অভিনেতা স্বয়ং দেব জানালেন তিনি নাকি নিজেই বলেছিলেন এই শো থেকে রুক্মিনীকে বাদ দেওয়ার জন্য। এ প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমে মুখ খুলে ছিলেন দেব নিজেই।অভিনেতা জানিয়েছেন তিনি নিজে নাকি চ্যানেলকে বারণ করেছে করেছিলেন রুক্মিনীকে শোতে না নেওয়ার জন্য। কিন্তু চ্যানেল নাকি তার কথা শুনেনি। কারণ তাদের রুক্মিনীকে বেশ পছন্দ ছিল। যদিও দেব সবটাই বলেছেন মজা করে।
কারণ এ প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন যে এমন নয় যে রুক্মিণী এই অনুষ্ঠানের সুযোগ পাচ্ছেন শুধুমাত্র দেবের বিশেষ বন্ধু হিসেবে। আসলে তিনি নিজের গুণেই এই মঞ্চে জায়গা পেয়েছেন বিচারক হিসাবে। প্রসঙ্গত বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও অভিনয় করছেন অভিনেত্রী। তাই তার জনপ্রিয়তার দিকে তাকিয়েই চ্যালেন কর্তৃপক্ষের তরফে দেবের সাথে যোগাযোগ করে বলা হয়েছিল এই শোতে তারা রুক্মিণীকে বিচারক হিসেবে চাইছেন।
কিন্তু সেই সময় দেব জানিয়েছিলেন তারা যেন এ বিষয়ে সরাসরি রুক্মিনীর সাথেই কথা বলেন। তিনি এর মধ্যে নেই। তাই দেব জানিয়েছেন এই শোতে রুক্মিণী জায়গা পেয়েছেন নিজের গুনে। বাংলার পাশাপাশি রুক্মিণী কাজ করছেন মুম্বাইয়ে তে, আর এবার নিজের যোগ্যতায় তিনি বিচারক হিসেবে ডেবিউ করছেন ছোট পর্দাতেও। আর এতেই রুক্মিনীর মতোই খুশি দেব নিজেও।