• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের পাশাপাশি গানেও মন মাতাচ্ছেন উচ্ছে বাবু! আদৃতের কণ্ঠে নচিকেতার গানে মুগ্ধ দেব

ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’। গল্পের নায়িকা মিঠাই। সে মিষ্টির কারিগর। তার হাতে বানানো মনোহরা মিষ্টির কদর করেনি এমন কেউ নেই। অন্যদিকে ৫০ বছর ধরে মিষ্টির ব্যবসা করে আসছে সিদ্ধেশ্বর মোদকের পরিবার। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন সৌমিতৃষা। অন্যদিকে মোদক বাড়ির গম্ভীর, মেজাজি ছেলে সিদ্ধার্থ ওরফে সিড এর ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায় (Adrit Roy)।

রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রযোজনাতেই বাংলা সিনেমার নায়ক হিসেবে সফর শুরু করেছিলেন আদৃত রায় (Adrit Roy)। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ইন্দো-বাংলাদেশি ছবি ‘নূর জাহান’। তারপর ‘প্রেম আমার ২’ ছবিতে হয়েছিলেন জয় চৌধুরী। দেবের ‘পাসওয়ার্ড’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আদৃত। ‘পরিণীতা’য় ছিলেন আনন্দর ভূমিকায়। চারটি বাংলা ছবির পর এবার ছোটপর্দায় যাত্রা শুরু করছেন টলিপাড়ার নায়ক।

   

আদৃত রায় Adrit Roy

তার অভিনয়ের দক্ষতা নিয়ে আর নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখেনা। কিন্তু অভিনেতার পাশাপাশি তিনি যে একজন দারুণ গায়কও তার প্রমাণ আগেও মিলেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে, যেখানে দেখা যাচ্ছে খালি গলায় বিখ্যাত গায়ক নচিকেতার গাওয়া ‘চ্যালেঞ্জ’ ছবির গান ‘জানিনা কেন তা জানিনা’ গাইছেন মিঠাইয়ের উচ্ছেবাবু।

তার গান শুনে বোঝার উপায় নেই যে তিনি গায়ক নন অভিনেতা। আর সবচেয়ে বড় প্রাপ্তি এই গান গাপ্যার সময় তার পাশে উপস্থিত ছিলেন, স্বয়ং এই ছবির নায়ক অভিনেতা দেবও। দেব তার গান শুনে রীতিমতো মুগ্ধ। আদৃতের গান এতই ভালো লাগে তার যে তিনি অভিনেতার মুখের সামনে মাইক ধরেন৷ গুনগুন করে গলা মেলাতেও দেখা যায় তাকে।

আদৃতের খালি গলায় এই গান গাওয়ার ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর শেয়ার হবার পর থেকেই বেশ ভাইরাল হয়ে পড়েছে আদৃতের গান গাওয়ার এই ভিডিও। আসলে বর্তমানে মিঠাই সিরিয়ালের জেরে আদৃতের জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি একপ্রকার মহিলাদের ক্রাশে পরিণত হয়েছে আদৃত। সেই কারণে আদৃতের ভিডিও শেয়ার হওয়া মানেই ভাইরাল সেটা বলাই যায়।