• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধু যিশুর নয় দেবেরও জন্মদিন! প্রেমিককে বিশেষ উপহারে ভরিয়ে দিলেন রুক্মিণী

Published on:

Dev

আজ বড়দিন, (Merry Christmas) অর্থাৎ যিশুর জন্মদিন। চারিপাশ সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। বাঙালির ঘরে ঘরে জাত পাত ধর্মের উর্ধ্বে উঠে কাটা হয়েছে কেক। বড় আনন্দের দিন আজ। পাশাপাশি আজ টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব (Dev)-এরও জন্মদিন। সারা বাংলা জুড়েই অসংখ্য ভক্ত তার।

দেবের এই বিশেষ দিনে প্রেমিককে আদরে ভরিয়ে দিলেন তার প্রেমিকা রুক্মিণী (Rukmini mitra)। সম্প্রতি ‘গোলন্দাজ’ ( Golondaaj) ছবির শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত দেব। শ্যুটিং এর চাপে ভুলতেই বসেছিলেন যে আজ তার জন্মদিন। কিন্তু প্রেমিকা রুক্মিণী মাঝরাতেই দেবকে সারপ্রাইজ দিতে কেক নিয়ে পৌঁছে গেলেন গোলন্দাজের সেটে।

Dev rukmini mitra

প্রেমিকার সারপ্রাইজে এক্কেবারে চমকে গেলেন অভিনেতা। যেই অবস্থাতে ছিলেন সেভাবেই ধুতির উপর জ্যাকেট চাপিয়ে কাটলেন কেক। প্রেমিকের জন্মদিনে মনের মত করে জায়গাটা সাজিয়েও ছিলেন রুক্মিণী। দেবের পিছনের বিশাল ব্যানারে বড় বড় করে লেখা, হ্যাপি বার্থ ডে দেব। আমি তোমাকে ভালবাসি। আর তুমি তা জানো’। পাশাপাশি রুক্মিণী দেবের সঙ্গে নিজের একটি ছবি টুইট করে ‘মুচ্ছড়’ বলেন দেবকে। পাশাপাশি দেবের গোঁফটি কেটে ফেলারও আবদার জানান তিনি।

করোনা আবহে দেব সমস্ত সেলিব্রেশন বন্ধ রাখতেই বলেছিলেন। কিন্তু সেসব সোনার পাত্রী রুক্মিণী নন। তাই প্রেমিকার এই ছেলেমানুষীতে খুশি হয়ে দেব সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি পোস্ট করে লিখেছেন, ‘রুক্মিণী, বছরের পর বছর তুমি আমাকে সারপ্রাইজ করতে পার। এভাবেই পাশে থেকো’।

দীপক অধিকারী (Dipak Adhikary) থেকে অভিনেতা দেব হয়ে ওঠার জার্নিটা মোটেও সহজ ছিলনা। অভিনেতা হওয়ার পাশাপাশি মানুষের ভালোবাসায় আজ তিনি তৃণমূলের সাংসদও। অনেক লড়াই আর অদম্য ইচ্ছাই তাকে করে তুলেছে ‘দেব’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥