• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলার বীরপুত্রের কাহিনী দেখবে গোটা বিশ্ব! ‘বাঘা যতীন’র মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন দেব

Published on:

Tollywood actor Dev announces the release date of Bagha Jatin

টলিউড (Tollywood) সুপারস্টার দেবের (Dev) বহু প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি হল ‘বাঘা যতীন’ (Bagha Jatin)। যেদিন থেকে দেব এই ছবির কথা ঘোষণা করেছেন সেদিন থেকে সিনেপ্রেমী মানুষরা ‘বাঘা যতীন’ মুক্তির দিনক্ষণ (Release Date) জানার অপেক্ষায় ছিলেন। অবশেষে শুক্রবার সেই অপেক্ষার অবসান হল। আজ দেব জানিয়ে দিলেন কবে রিলিজ করতে চলেছে এই সিনেমা।

বাংলার গর্ব, স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের বায়োপিকে নামভূমিকায় অভিনয় করার পাশাপাশি প্রযোজনাও করছেন দেব। শুক্রবার অভিনেতার প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে ‘বাঘা যতীন’ রিলিজের দিনক্ষণ ঘোষণা করা হয়। সেই সঙ্গেই শেয়ার করা হয়েছে ছবির নতুন পোস্টার।

Bagha Jatin, Bagha Jatin movie, Bagha Jatin release date

মাথায় পাগড়ি, গাল ভর্তি লম্বা দাঁড়ি, কাঁধে বন্দুক নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন দেব। ‘বাঘা যতীন’র এই পোস্টারে এক ঝলক দেখে অভিনেতাকে চেনা দায়। ছবিটি শেয়ার করে দেব ক্যাপশনে লিখেছেন, ‘শাসন এবং অত্যাচার শেষ করার জন্য অনেক মানুষ নয়, শুধুমাত্র একজন বাঘই লাগে! ভারতবর্ষের ভূমিপুত্র বাঘা যতীনের অমর কাহিনী প্রথমবার বড়পর্দায় নিয়ে আসছি আমরা’।

দেব আরও লেখেন, ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সবচেয়ে বড় উপস্থাপনা ‘বাঘা যতীন’ আসছে এই বছর দুর্গা পুজোয়’। পুজোর আবহে আগামী ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টলি সুপারস্টারের এই ছবি। ‘বাঘা যতীন’র রিলিজ ডেট ঘোষণার সঙ্গেই দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কেউ লিখেছেন, ‘আর একটা অলটাইম ব্লকবাস্টার’। কেউ আবার লিখেছেন, ‘দেবকে তো চেনাই যাচ্ছে না’।

Bagha Jatin, Bagha Jatin movie, Bagha Jatin release date, Dev Bagha Jatin

দেব এমন একজন তারকা যিনি বারবার ছকভাঙা চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। ‘কবীর’, ‘ককপিট’ থেকে শুরু করে ‘প্রজাপতি’- ভিন্ন ধারার সিনেমায় অভিনয় করে দেব প্রমাণ করেছেন তিনি কোন মাপের অভিনেতা। ‘বাঘা যতীন’র মাধ্যমেও সেটাই করতে চলেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)


টলি সুপারস্টার অভিনীত এই বহুপ্রতীক্ষিত সিনেমা পরিচালনা করেছেন অরুণ রায়। এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে নবাগতা অভিনেত্রী সৃজা দত্তকে। বিপ্লবী বাঘা যতীনের স্ত্রী ইন্দুমতীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥