টলিউডের (Tollywood) দাপুটে একজন অভিনেতা হলেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। দীর্ঘদিনের অভিনয় জীবনে একের পর এক সুপারহিট সব সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে এখন রাজ্যের শাসক দলের বিধায়ক হিসাবেও বেশ পরিচিত বাংলা সিনেমার এই দাপুটে সুপারস্টার।
সামাজিক হোক কিংবা রাজনৈতিক মাঝে মধ্যেই বিভিন্ন বিষয়ে চাঁচাছোলা মন্তব্য করে শিরোনামে উঠে আসেন অভিনেতা। সম্প্রতি রাজ্যের নিয়োগ দুর্নীতিকাণ্ডে এককালের জনপ্রিয় অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) করা মন্তব্যের পাল্টা দিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
আসলে সম্প্রতি রাজ্যের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বনি সেনগুপ্তকে ইডি তলব করার পরেই এককালের টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় মন্তব্য করেছিলেন ‘বনি বাচ্চা। টলিউডের ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত। টলিউডের ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা কোনও না কোনওভাবে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত।’
শুধু তাই নয়, হিরণের নিশানায় উঠে এসেছে দেব, সায়নী ঘোষ এর মত অভিনেতা অভিনেত্রীদের নাম। হিরণের এই মন্তব্যেরই পাল্টা দিয়ে এদিন বারাসাতের বিধায়ক তথা প্রাক্তন টলিউড সুপারস্টার চিরঞ্জিত বলেছেন ‘হিরণকে আমি খুব একটা চিনি না। কি কি ছবি করেছে তার নামও বলতে পারব না। এত কম ছবি করেছে এতই কম সফল বাঙালি দর্শকও বোধহয় মনে করতে পারবেন না’।
সেইসাথে অভিনেতার আরও সংযোজন ‘যাই হোক তবু ইন্ডাস্ট্রিতে আছেন। আমার মনে হয় ও কিন্তু এই ৯৯% এর মধ্যে পড়ে। কোরাপশনটা বোধহয় ওর অন্যদের থেকে আরও বেশি আছে’। এরপরেই চিরঞ্জিতের প্রশ্ন, ‘তা যদি না হয় তাহলে ও এত জানবে কী করে’?
এরপরেই চিরঞ্জিতের মন্তব্য ‘একজন যদি জেলে না যায় তার জেল সম্পর্কে এত ধারণা কীভাবে হবে। একজন যদি প্যারিস না যায় তার প্যারিস সম্পর্কে এত ধারণা কীভাবে হবে। যদি চোর না হয়, তাহলে চোরদের সম্পর্কে জানবে কী করে’।