টলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। জানা যাচ্ছে ২০ বছর পর আবারও একসাথে কাজ করতে চলেছেন এই দুই তারকা। ‘ফাটাফাটি’র সাফল্যের পর নতুন ছবি ‘দাবাড়ু’ (Dabaru) নিয়ে আসছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। উইন্ডোজের এই নতুন ছবির পরিচালনা করবেন পথিকৃৎ বসু। সম্প্রতি ‘দাবাড়ু’র কাহিনী, কাস্ট সহ একাধিক আপডেট সামনে এসেছে।
বরাবরই ভিন্ন স্বাদের নতুন ধরণের ছবি বানিয়ে চমক দিয়েছেন শিবু-নন্দিতা জুটি। উইন্ডোজের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফাটাফটি’র কাহিনীও দারুণ লেগেছে দর্শকদের। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে আবীর চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী অভিনীত সেই সিনেমা। বডি শেমিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ছবি তৈরির পর এবার দাবা এবং এক দাবাড়ুকে কেন্দ্র করে সিনেমা আনছেন শিবপ্রসাদ-নন্দিতা।
দাবার সাদা-কালো বোর্ডেই আটকে রয়েছে এক খুদের স্বপ্ন। আর তাঁর সেই স্বপ্নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তাঁর কাছের মানুষরা। তবে শুধুই দাবা খেলা এবং এই খেলার প্রতি ভালোবাসা নয়, বরং এই সিনেমাতেও ফুটে উঠবে একটি মানবিক কাহিনী।
‘দাবাড়ু’তে একজন সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণাকে। শিশুর দাবার কোচের ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকে। এছাড়া বিশেষ চরিত্রে অভিনয় করবেন চিরঞ্জিত চক্রবর্তী। প্রায় ২০ বছর বাদে শিবপ্রসাদ-নন্দিতার সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা। এর আগে একসঙ্গে ছোটপর্দায় ‘মুশকিল আসান’ নামে একটি শো-য়ে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
জানা গিয়েছে, ছবির কেন্দ্রীয় চরিত্র তথা ছোট্ট শিশুটি ছোটবেলায় তাঁর দাদুর কাছ থেকে দাবা খেলা শেখে। সেখান থেকেই এই খেলার প্রতি ভালোবাসা জন্মায় তাঁর। এই চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের। তবে শারীরিক অসুস্থতার কারণে এই ছবি সহ বেশ কয়েকটি প্রোজেক্ট থেকে সরে দাঁড়ান তিনি। এরপর এই চরিত্রে দীপঙ্কর দে-কে নেওয়া হয়েছে।
অনেকদিন ধরেই দাবাকে কেন্দ্র করে একটি সিনেমা বানানোর কথা ভাবছিলেন শিবপ্রসাদ-নন্দিতা। অবশেষে তাঁদের সেই ছবির পথিকৃতের হাত ধরে ফ্লোরে যেতে চলেছে। ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং সংলাপের দায়িত্বে ছিলেন অরিত্র গুপ্ত। শোনা যাচ্ছে, জুলাই মাসের শুরু থেকেই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে।