রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই প্রথম কোন টলিউড (Tollywood) অভিনেতার নাম জড়িয়েছে। আর তিনি হলেন ‘বরবাদ’ খ্যাত বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সদ্য তাঁকে তলব করেছিল ইডি। ইডির ডাকে সাড়া দিয়েই এদিন ইডির দপ্তরে কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন বনি। এদিন দ্বিতীয় দফায় ইডির দপ্তরে জেরার সম্মুখীন হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা।
সেখানেই আত্মবিশ্বাসী বনি নিজেকে ইন্ডাস্ট্রির লিডিং মোস্ট হিরো বলে ঘোষণা করে মন্তব্য করেছেন ‘আমি ইন্ডাস্ট্রি লিডিং মোস্ট হিরো। আমি যে পারিশ্রমটা নিই সেটা আমি মেনে নিতে পারি। এতগুলো বছর খেটে সেই পারিশ্রমিকটা আমি উপার্জন করেছি। তাই সেটার উপর কেউ কথা বলতে পারে না’।
প্রসঙ্গত হাতে গোনা গুটিকয়েক সিনেমা করেই এদিন বনি নিজেকে ;লিডিং মোস্ট হিরো’ বলে ঘোষণা করায় সোশ্যাল মিডিয়ায় বনিকে নিয়ে বয়ে গিয়েছে মিমের বন্যা। এমনিতেই শিক্ষাক্ষেত্রে আর্থিক দুর্নীতি কেলেঙ্কারিতে যুক্ত কুন্তল ঘোষের সাথে বনির ঘনিষ্ঠতা এবং গাড়ি কেনার জন্য তার থেকে নগদ ৪০ লক্ষ টাকা লেনদেনের কথা শুনে আগেই চটেছিলেন আমজনতা।
তাই বনিকে চোর চিটিংবাজ বলতেও এখন দুবার ভাবছেন না মানুষজন। এখন সোশ্যাল মিডিয়া খুললেই তাই বনিকে ঘিরে উপচে পড়ছে হাজারও মন্তব্য। সম্প্রতি তেমনই নিজেকে টলিউডের লিডিং মোস্ট হিরো বলার পর নেটিজেনদের হাসির খোরাক হয়েছেন অভিনেতা। কেউ তাঁকে কটাক্ষ করে লিখেছেন ‘টলিউডের হিরো আলম’।
আবার কেউ বলেছেন ‘এসব বাতেলাবাজি’। এদিন বনি সেনগুপ্তকে কটাক্ষ করতে ছাড়লেন না অভিনেতা অরিত্র দত্ত বণিকও। এদিন বনিকে খোঁচা দিয়েই অরিত্র বলেছেন ‘সাদগুরু কিংবা সন্দীপ মাহেশ্বরীকে আজ থেকে আমি মোটিভেশনাল স্পিকার হিসেবে আর গুরুত্ব দেব না। আত্মবিশেষ কাকে বলে দেখে নিন. এইভাবে আমাদেরও আত্মবিশেষ গড়ে তুলতে হবে। তবেই সাফল্য আপনার দোরগোড়ায়’।
আবার লোকের টাকায় গাড়ি কেনায় বনিকে কটাক্ষ করে নিম বানিয়ে এক নেটিজেন লিখেছেন ‘লোকের টাকায় গাড়ি না চড়ে দিদির দেওয়া সবুজ সাথীর সাইকেল চড়াই একমাত্র শ্রেয়’। আবার কেউ বলেছেন ‘এরকম অভিনয় যদি সিনেমাতেও করতেন তাহলে কিছু গতি হত’।