• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘রানির মতো রাখব’, ঐন্দ্রিলার বাবার জন্মবার্ষিকীতে ছবি শেয়ার করে কথা দিলেন অঙ্কুশ

Published on:

Ankush Hazra promises to Keep Aindrila Sen Happy always to late father in law

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একটি জুটি হল অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) জুটি। সময়ের সঙ্গে আরও গভীর হচ্ছে তাঁদের সম্পর্ক। সম্প্রতি যেমন অভিনেত্রীর পিতার (Oindrila Sen father) জন্মদিনে ফের একবার প্রমাণ হয়ে গেল সেকথা।

প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে মাঝেমধ্যেই অঙ্কুশকে পোস্ট শেয়ার করতে দেখা যায়। একে অপরের পোস্টে কমেন্টও করেন দু’জনে। তবে এবার অভিনেতা যে পোস্টটি করেছেন তা নায়িকার জন্য নয়, বরং তাঁর প্রয়াত বাবার জন্য। আর সেটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Oindrila Sen father, Ankush Hazra Oindrila Sen father

দেখতে দেখতে বেশ কয়েক বছর হল বাবাকে হারিয়েছেন ঐন্দ্রিলা। সেই সময় শহরে ছিলেন না অঙ্কুশ। কাছের মানুষের সবচেয়ে কঠিন সময়ে পাশে না থাকার যন্ত্রণা এখনও কষ্ট দেয় অভিনেতাকে। তবে প্রেমিকার বাবার মৃত্যুর পর থেকে তাঁকে আগলে রেখেছেন টলি অভিনেতা। ভবিষ্যতেও সেই কাজ করে যাওয়ারই প্রতিশ্রুতি দিলেন তিনি।

১৫ ডিসেম্বর ছিল ঐন্দ্রিলার বাবা শান্তনু সেনের জন্মদিন। স্বাভাবিকভাবেই এই দিনটিতে বাবাকে হারানোর যন্ত্রণা একটু বেশিই কষ্ট দেয় তাঁকে। বেঁচে থাকলে এই দিনটি আনন্দ করে কাটাতেন, কিন্তু বাবার প্রয়াণের পর সেই দিনই প্রচণ্ড কষ্ট দেয় ঐন্দ্রিলাকে। তাই প্রেমিকার বাবার জন্মদিনেই একটি আবেগঘন পোস্ট করেন অঙ্কুশ।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)


বাবার সঙ্গে ঐন্দ্রিলার বেশ কয়েকটি ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, ‘ঐন্দ্রিলা তোমার জীবনে আমি ওনার অভাব হয়তো পূরণ করতে পারবো না। কিন্তু আজ উনি বেঁচে থাকলে তোমার যা যা আবদার, স্বপ্ন পূরণ করতেন আমি সেইসব আবদার স্বপ্ন পূরণ করব। আর কাকু একদম চিন্তা করো না, তোমার মেয়েকে রানি করে রাখব। যেখানেই থাকো, ভালো থাকো। শুভ জন্মদিন কাকু। আজ তুমি থাকলে হয়তো আমরা প্রিয় বন্ধু হতাম। অনেক অনেক ভালোবাসা, আদর নিও’।

Oindrila Sen father, Ankush Hazra Oindrila Sen father

অঙ্কুশের এই পোস্টে ঐন্দ্রিলা কমেন্ট করেন, ‘আছে তো সবসময়’। এছাড়াও প্রেমিকের পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘অঙ্কুশ আমি সত্যিই ভাগ্যবতী যে তুমি আমার জীবনে আছো। ধন্যবাদ বাবা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥