একসঙ্গে ১৩ বছর কাটানোর পর টলিউডের (Tollywood) সেলেব কাপল অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ‘ম্যাজিক’ জুটির সম্পর্ক আদৌ রয়েছে নাকি তাঁরা বিচ্ছেদের পথে হেঁটেছেন আপাতত সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে। এসবের মাঝেই এবার ঐন্দ্রিলার সামনেই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) বিয়ের ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেতা!
অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে হয়তো হবে না শুনে টলিপাড়ার প্রত্যেক তারকাই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিক্রম চট্টোপাধ্যায় হয়ে তৃণা সাহা- প্রত্যেকেই জানতে চাইছেন তাঁদের এমন সিদ্ধান্তের নেপথ্যের কারণ। কিন্তু এসবের মাঝেই ঐন্দ্রিলাকে ছেড়ে অঙ্কুশ শ্রাবন্তীকে বিয়ের ইচ্ছাপ্রকাশ করায় অনুরাগীরা বেশ অবাক হয়ে গিয়েছেন।
অনেকদিন ধরেই অঙ্কুশ এবং ঐন্দ্রিলার বিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি চলতি বছর নিউ ইয়ার ইভে তারকাজুটির শুভেচ্ছার ভিডিওয় দেখা গিয়েছিল, অভিনেত্রীর মাথায় জ্বলজ্বল করচে সিঁদুর। চুপিচুপি অঙ্কুশ-ঐন্দ্রিলা বিয়ে করে ফেলেছেন কিনা উঠেছিল সেই প্রশ্নও। যদিও পরে অভিনেত্রী জানান, শ্যুটিং থেকে সরাসরি পার্টিতে যোগ দেওয়ায় সিঁথির সিঁদুর রয়ে গিয়েছিল।
তবে এসবের মাঝেই গত ১১ ফেব্রুয়ারি টলিপাড়ার এই তারকাজুটি জানিয়ে দেন, বিশেষ কারণের জন্য তাঁদের বিয়ে হচ্ছে না। স্বাভাবিকভাবেই বেশ চিন্তায় পড়েন তাঁদের অনুরাগী এবং টলিপাড়ার সেলেবরা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ব্যতিক্রম নন। তিনি ভিডিও শেয়ার করে ঐন্দ্রিলাকে জিজ্ঞেস করেন, ১২ বছরের বেশি সময় সম্পর্কে রয়েছেন তাঁরা। বিয়েটা কবে করছেন?
সেই ভিডিও দেখে অঙ্কুশ বলেন, ‘সবসময় ভালোলাগে না। সবাই এক প্রশ্ন জিজ্ঞেস করছে। কী কর বলব? লজ্জায় কাউকে কিছু বলতেও পারছি না’। এরপরই অভিনেতা বলেন, ‘শ্রাবন্তীর যদি আমার ব্যাচেলর থাকায় এত সমস্যা থাকে, তাহলে ও আমায় বিয়ে করে নিক! আমার কোনও অসুবিধা নেই’।
View this post on Instagram
এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকার পর অঙ্কুশ একথা বলছেন দেখে রেগে আগুন হয়ে যান ঐন্দ্রিলা। প্রেমিকার রাগ থেকে বাঁচতে পালানোর পথ খুঁজতে থাকেন অভিনেতা। যদিও সেই পথ পাননি! সম্পূর্ণ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই তারকাজুটি।