• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ব্যোমকেশের চরিত্রে দেব হাসির খোরাক’ রাহুলের মন্তব্যের পর মুখ খুলেন অঙ্কুশ

Published on:

Ankush Hazra opens up after Rahul Arunodoy Banerjee calls Dev as bengali joke as Byomkesh

টলিউড (Tollywood) সুপারস্টার দেব (Dev) এবার ব্যোমকেশ (Byomkesh) বেশ হাজির হচ্ছেন। ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করার দিনেই একথা ঘোষণা করেছিলেন তিনি। এর আগে এই ধরণের চরিত্রে অভিনেতাকে দেখা যায়নি, তাই স্বাভাবিকভাবেই দেবের অনুরাগীরা ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। তবে বিষয়টিতে একেবারেই খুশি হননি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। তাঁর মতে, বাঙালির জোকস ব্যোমকেশ দেব! এবার এই বিতর্কে মুখ খুললেন টলিপাড়ার আর এক অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় রাহুল লিখেছিলেন, ব্যোমকেশ দেব বাঙালির জোকস। এরপর থেকে তাঁর দিকে একপ্রকার রে রে করে তেড়ে আসেন দেবের অনুরাগীরা। জনপ্রিয়তার নিরিখে বিচার করা হলে ‘চিরদিনই তুমি যে আমার’ অভিনেতার থেকে যে দেব অনেক এগিয়ে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে শুধুমাত্র দেব অনুরাগীরাই নন, একজন অভিনেতা হয়ে আর একজন অভিনেতার বিষয়ে রাহুলের এমন মন্তব্যকে ভালো চোখে দেখেননি বহু সিনেপ্রেমী মানুষও।

Rahul Arunoday Banerjee and Dev

রাহুল নিজের মতামত প্রকাশে বরাবরই অকুতোভয়। কিন্তু তাই বলে, সোশ্যাল মিডিয়ায় তাঁর তির্যক মন্তব্য করা উচিত হয়নি বলেই মতপ্রকাশ করেছেন অনেকে। সম্প্রতি এই বিষয়ে নিজের মতামত রাখেন টলি অভিনেতা অঙ্কুশ।

‘শিকারপুর’এর কেষ্ট বলেন, ‘আমি মনে করি সবার সব কিছু করা উচিত। একজন ব্যক্তি চেষ্টা করছেন, যিনি আগে এমন চরিত্রে করেননি, আগে থেকে তাই কোনও মন্তব্য করা উচিত নয়। আগে দেখে নেওয়া উচিত তিনি কেমন করছেন’।

Ankush Hazra on Byomkesh controversy

অঙ্কুশের সংযোজন, ‘ব্যোমকেশ দারুণ চরিত্র, সবাই ভালোবাসে। প্রথম থেকেই আমার আর দেবের গায়ে তকমা লেগে রয়েছে আমরা অভিনয় করতে পারি না, সেই দিন থেকে ও এই পদক্ষেপ নেওয়ায় সত্যি খুব ভালোলাগছে। দেবকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় দেব সফল হবে’।

উল্লেখ্য, দেব অভিনীত ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’র পরিচালনা করবেন বিরশা দাশগুপ্ত। অভিনয়ের পাশাপাশি ছবির অন্যতম প্রযোজকও দেব। অপরদিকে টলিপাড়া কাঁপানোর পর ওয়েব দুনিয়ায় পা রেখেছেন অঙ্কুশ। অভিনেতার প্রথম ছবি ‘শিকারপুর’ বেশ ভালোলেগেছে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥