• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই ডান্স বাংলা ডান্সের সঞ্চালনা ছাড়লেন অঙ্কুশ? প্রকাশ্যে এল আসল ঘটনা 

Published on:

Ankush Hazra Oindrila Sen Dance Bangla Dance

টেলিভিশনের পর্দায় ইদানিং বাংলা সিরিয়ালের (Bengali Serial) পাশাপাশি জনপ্রিয়তা বাড়ছে নন-ফিকশন রিয়ালিটি শোগুলিরও। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় এমনই একটি নাচের রিয়েলিটি শো হল জি বাংলার (Zee Bangla) ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla dance)।

প্রতি সপ্তাহেই দর্শকদের এই রিয়ালিটি শাওয়ার দর্শকদের জন্য থাকে নিত্য নতুন চমক। আর চলতি সিজনে এই শোয়ের অন্যতম মূল আকর্ষণ কিন্তু মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। দীর্ঘ এক দশক পর ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের আসনে ফিরেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

Ankush Hazra Aritra Dutta Banik Mithun Chakraborty Dance Bangla Dance

আর তাই চলতি সিজনে মিঠুন চক্রবর্তীর সাথে দর্শকরাও ফিরে পেয়েছেন ছোটবেলার পুরনো নস্টালজিয়া। প্রসঙ্গত তারকাখচিত এই রিয়ালিটি শোতে মিঠুন ছাড়াও রয়েছেন আরও একাধিক তারকা চমক। যাদের মধ্যে অন্যতম হলেন বিচারকের আসনেও উপস্থিত শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জী এবং বলিউড অভিনেত্রী মৌনি রায়ের মতো জনপ্রিয় অভিনেত্রীরা।

এছাড়া এই শোটিকে বিশেষ মাত্র দিয়েছেন এই অনুষ্ঠানের সঞ্চালক তথা টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা।  তবে আশ্চর্য জনকভাবে বিগত দুসপ্তাহ ধরে এই নাচের রিয়েলিটি শোতে দেখা মিলছে না অঙ্কুশের। কারণ হিসেবে বলা হচ্ছে ‘কে কে’ অর্থাৎ খাটিয়াকুমার নাকি তাকে কিডন্যাপ করে রেখেছে।

টলিউড,Tollywood,ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,জি বাংলা,Zee Bangla,অঙ্কুশ হাজরা,Ankush Hazra,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,সঞ্চালনা,Anchoring

এরই মধ্যে গত পর্বে ডান্স বাংলা ডান্সের মঞ্চে দেখা গিয়েছে বাংলা সিনেমার নতুন ফেলুদা পরমব্রত চট্টোপাধ্যায়কে। তিনি অঙ্কুশের নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন করতে এসেছিলেন। গত পর্বেও দেখা গিয়েছে এই শোতে সঞ্চালকের ভূমিকায় অংকুশের পরিবর্তে দেখা গিয়েছিল অভিনেতা সৌরভ দাসকে।

টলিউড,Tollywood,ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,জি বাংলা,Zee Bangla,অঙ্কুশ হাজরা,Ankush Hazra,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,সঞ্চালনা,Anchoring

এইভাবে পরপর দু সপ্তাহ রিয়েলিটি শোয়ের মঞ্চে অঙ্কুশের দেখা না পেয়ে সবাই ভাবতে শুরু করেছেন অঙ্কুশ বোধ হয় ডান্স বাংলা ডান্স ছেড়ে দিয়েছেন। কিন্তু আসলে তা নয়,বর্তমানে প্রেমিকা ঐন্দ্রিলা সেনকে নিয়ে চুটিয়ে  আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন অভিনেতা।  তাই সেই কারণেই আপাতত তিনি ‘ডান্স বাংলা ডান্স’ থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥