• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লোকের বৌয়ের সাথে ফ্লার্ট! লজ্জায় শেষমেষ প্রকাশ্যে ঐন্দ্রিলাকে বিয়ের প্রস্তাব অঙ্কুশের 

Published on:

টলিউড,Tollywood,অঙ্কুশ হাজরা,Ankush Hazra,ফ্লার্ট,Flirt,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,জি বাংলা,Zee Bangla,ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,বিয়ের প্রস্তাব,Marriage Proposal

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে সুপারস্টার অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের  (Oindrila Sen) প্রেম কাহিনী অজানা নয় কারও কাছেই। একে অপরের সাথে ইতিমধ্যেই তাঁরা কাটিয়ে ফেলেছেন জীবনের ১৩টা বসন্ত।

তাই এখনকার দিনের ক্ষণস্থায়ী সম্পর্ক ভাঙা-গড়ার যুগে ‘পারফেক্ট রিলেশনশিপ’ এর ক্ষেত্রে তাঁরা কিন্তু অনেকের কাছেই অনুপ্রেরণার। এমনিতে বরাবরই ইন্ডাস্ট্রিতে মজার মানুষ হিসাবেই পরিচিত অঙ্কুশ। তাই অভিনয়ের পাশাপাশি জমিয়ে করেন সঞ্চালনাও।

Ankush Hazra and Oindrila Sen

সম্প্রতি যেমন প্রত্যেক সপ্তাহের শেষে জি বাংলার ডান্স বাংলা ডান্সের মতো জনপ্রিয় নাচের রিয়ালিটি শো সঞ্চালনা  করছেন অঙ্কুশ। আর সেখানেই অনুষ্ঠান সঞ্চালনার ফাঁকে মাঝে মধ্যেই উপস্থিত প্রতিযোগী থেকে শুরু করে বিচারকের আসনে হাজির টলিউড অভিনেত্রী শুভশ্রী,শ্রাবন্তী হোক কিংবা বলিউডের দুই বাংলা অভিনেত্রী মৌনী-পূজা কারও সাথেই ফ্লার্ট করার সুযোগ হাতছাড়া করে না অঙ্কুশ।

অনুষ্ঠানটির নিয়মিত দর্শকরা জানেন অঙ্কুশ পূজাকে ভালোবেসে পুঁজি বলে ডাকেন। গত সপ্তাহের শেষে পয়লা বৈশাখ স্পেশাল পর্বে দেখা যায় তাদের দুজনের পরনেই ছিল লাল রঙের পোশাক। এদিন অঙ্কুশের সাথে পূজার রোমান্টিক গানে দুর্দান্ত নাচ আর কেমিস্ট্রি ছিল দেখার মতো।  এমনকি এদিন পূজাকে বলতে শোনা যায় ‘তুই ঐন্দ্রিলাকে ম্যানেজ করে নে, আমিও আমার বরকে ম্যানেজ করে নেব’।

এসব শুনে অঙ্কুশ যখন পূজার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে ঠিক তখনই অঙ্কুশের পেছনে এসে হাজির স্বয়ং ঐন্দ্রিলা। হবু বৌয়ের কাছে এভাবে হাতেনাতে ধরা পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে বুকে ব্যাথার নাটক করে চিৎ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অঙ্কুশ।


যদিও এই পুরো বিষয়টাই ছিল স্ক্রিপ্টেড। দর্শকদের মনোরঞ্জন করতেই এসব কিছু করা হয়েছিল। সেইসাথে জোরকদমে প্রচার চলছে অঙ্কুশ ঐন্দ্রিলার আসন্ন সিনেমা ‘লাভ ম্যারেজ’ এর।  তবে এদিন এই রিয়ালিটি শোয়ের মঞ্চে কোনো রকম ভনিতা না করেই অঙ্কুশ স্পষ্ট জানান ঐন্দ্রিলার সাথে আসল বিয়েটাও চলতি  বছরেই করবেন তিনি। শুধু তাই নয় এদিন অন ক্যামেরা সকলের সামনে হাঁটু মুড়ে ঐন্দ্রিলাকে বিয়ের প্রস্তাবও দিতে দেখা গিয়েছে অঙ্কুশকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥