টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেতা হলেন অনিন্দ্য চ্যাটার্জী (Anindya Chatterjee)। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ তিনি। বাংলা সিরিয়ালের মতোই চুটিয়ে কাজ করেন বাংলা ওয়েব সিরিজেও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা।
এদিনের একটি ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছিলেন, ‘পাড়ার দোকানে গেছিলাম একটা কোকের বোতল কিনতে । অনেকদিন খাইনা কিন্তু দোকানের দাদা বলল খালি পেপসি পাওয়া যায় । আপনি জানেন না যেখানে পেপসি পাওয়া যায় সেখানে কোক পাওয়া না? জিজ্ঞেস করলাম এটা কেন? বলে কোম্পানি পলিসি। পেপসি তো আমি খাইনা তাই আর খাওয়াও হলো না, বাড়ি চলে এলাম’।
আর বলিউডের এই দাদাগিরির চোটে এখন বেশ বিপাকে পড়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। যা নিয়ে একে একে প্রতিবাদে সরব হচ্ছেন টলিউড অভিনেতারা। কিছুদিন আগেই বলিউডের সিনেমার এই নতুন নিয়ম নিয়ে ফেসবুক লাইভে সরব হয়েছিলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’ নিয়েই ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগরে দিয়েছিলেন বাংলার জনপ্রিয় অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।