• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বঙ্গে ‘পাঠান’ এর দাদাগিরিতে কোনঠাসা বাংলা ছবি! মজার ছলেই প্রতিবাদ অনিন্দ্য চ্যাটার্জীর

Published on:

Anindya Chatterjee post mysterious post on facebook about company policies

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেতা হলেন অনিন্দ্য চ্যাটার্জী (Anindya Chatterjee)। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ তিনি। বাংলা সিরিয়ালের মতোই চুটিয়ে কাজ করেন বাংলা ওয়েব সিরিজেও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা।

এদিনের একটি ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছিলেন, ‘পাড়ার দোকানে গেছিলাম একটা কোকের বোতল কিনতে । অনেকদিন খাইনা কিন্তু দোকানের দাদা বলল খালি পেপসি পাওয়া যায় । আপনি জানেন না যেখানে পেপসি পাওয়া যায় সেখানে কোক পাওয়া না? জিজ্ঞেস করলাম এটা কেন? বলে কোম্পানি পলিসি। পেপসি তো আমি খাইনা তাই আর খাওয়াও হলো না, বাড়ি চলে এলাম’।

টলিউড,Tollywood,অনিন্দ্য চ্যাটার্জী,Anindya Chatterjee,বলিউড,Bollywood,পাঠান,Pathan,শাহরুখ খান,Shahrukh Khan,ফেসবুক পোস্ট,Facebook Post,নতুন নিয়ম,New Rule

আসলে এদিন এই পোস্টের মধ্যে দিয়েই নাম না করে বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা পাঠান কেই পরোক্ষভাবে খোঁচা দিলেন ছোটপর্দার রাহুল। ২৫ জানুয়ারি পাঠান মুক্তি পাওয়ার পর থেকেই জারি করা করা হয়েছে এক বিশেষ নিয়ম। মুম্বাইয়ে বসেই এই সিনেমার নির্মাতারা শর্ত রেখেছেন দেশের যেসব সিনেমাহলে  ‘পাঠান’ মুক্তি পাবে, সেইসব  সমস্ত সিনেমাহলে অন্য কোনও ছবি দেখানো যাবে না।

 

টলিউড,Tollywood,অনিন্দ্য চ্যাটার্জী,Anindya Chatterjee,বলিউড,Bollywood,পাঠান,Pathan,শাহরুখ খান,Shahrukh Khan,ফেসবুক পোস্ট,Facebook Post,নতুন নিয়ম,New Rule

আর বলিউডের এই দাদাগিরির চোটে এখন বেশ বিপাকে পড়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। যা নিয়ে একে একে প্রতিবাদে সরব হচ্ছেন টলিউড অভিনেতারা। কিছুদিন আগেই বলিউডের সিনেমার এই নতুন নিয়ম নিয়ে  ফেসবুক লাইভে সরব হয়েছিলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা  ‘কাবেরী অন্তর্ধান’ নিয়েই ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগরে দিয়েছিলেন বাংলার জনপ্রিয় অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

টলিউড,Tollywood,অনিন্দ্য চ্যাটার্জী,Anindya Chatterjee,বলিউড,Bollywood,পাঠান,Pathan,শাহরুখ খান,Shahrukh Khan,ফেসবুক পোস্ট,Facebook Post,নতুন নিয়ম,New Rule

আর এদিন সেই একই ভাবেই অভিনব কায়দায় ফেসবুকের দেওয়ালে প্রতিবাদ জানালেন অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জী। তাঁর এই পোস্টের কমেন্ট সেকশনে টলিপাড়ার জনপ্রিয় প্রযোজক রানা সরকার লিখেছেন, ‘অসাধারণ!’ আবার এক নেটিজেনের মন্তব্য, ‘দম থাকবে শুধু কোক রাখার? পেপসির বজার ধরতে পারবে?’ আবার একজন উৎসাহ দিয়ে লিখেছেন ‘এবার চিৎকার চাই দাদা। রাখঢাক করে তো বহুদিন হল। কি পেয়েছি?’
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥