• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়েতে হ্যাট্রিক! টলিপাড়ার এই তারকারা এক-দুবার নয় তিন তিনবার ঘুরেছেন সাতপাক

টলিউড ইন্ডাস্ট্রিতে এমন এক ঝাঁক তারকা রয়েছেন যাদের সংসার তাসের ঘরের মতোই ঠুনকো। বারংবার ভাঙা গড়ার মধ্যে দিয়েই এগিয়েছে তাদের জীবনের চাকা। এর কারণ হয়ে দাঁড়িয়েছে মূলত সন্দেহ, অবিশ্বাস, এবং পরকীয়ার মতোন নানাবিধ বিষয়। শেষমেশ বিয়ে ভেঙেছে তাদের, ফের সম্পর্কে আবদ্ধ হয়েছেন তারা। তারপরেও টেকেনি সেই সম্পর্ক এমনও হয়েছে। আজ জেনে নিন এমন কিছু তারকার কথা যারা এক দুবার নয় তিন তিনবার বিয়ে করেছেন।

১. প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)

   

Tollywood,prasenjit Chatterjee,swastika Mukherjee,Srabanti Chatterjee,Rachana Banerjee,marriage,wedding,টলিউড,প্রসেনজিৎ চ্যাটার্জি,স্বস্তিকা মুখার্জি,রচনা ব্যানার্জি,শ্রাবন্তী চ্যাটার্জি,বিয়ে

টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ এই পর্যন্ত মোট তিনটি বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেন ১৯৯৩ সালে অভিনেত্রী দেবশ্রী রায়কে। ভালোবেসেই বিয়ে করেছিলেন দেবশ্রীকে কিন্তু মনের মিল না হওয়ায় ১৯৯৫ সালেই তারা আলাদা হয়ে যান। তাদেরবিচ্ছেদ দুজনের সম্মতিতেই হয়েছিল।

Tollywood,prasenjit Chatterjee,swastika Mukherjee,Srabanti Chatterjee,Rachana Banerjee,marriage,wedding,টলিউড,প্রসেনজিৎ চ্যাটার্জি,স্বস্তিকা মুখার্জি,রচনা ব্যানার্জি,শ্রাবন্তী চ্যাটার্জি,বিয়ে

এরপর ১৯৯৭ সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী অপর্ণা গুহঠাকুরতাকে৷ কিন্তু ২০০২ সালেই তাদের ডিভোর্স হয়ে যায়৷দ্বিতীয় বিয়ে ভাঙার পর নিজেও খানিক মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা। মন দেন অভিনয়ে৷ পরবর্তীতে ফের অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেন প্রসেনজিৎ। বর্তমানে তার সঙ্গেই এক ছেলেকে নিয়ে সংসার করছেন তিনি।

২. রচনা ব্যানার্জি (Rachana Banerjee)

অভিনয় জগতে পা দেওয়ার পরপরই রচনা ব্যানার্জি ভালোবেসে বিয়ে করেছিলেন ওড়িয়া নায়ক সিদ্ধার্থ মহাপাত্রকে। যদিও পরকীয়ার জেরে এক বছরের মাথাতেই তাদের ডিভোর্স হয়ে যায়।

Tollywood,prasenjit Chatterjee,swastika Mukherjee,Srabanti Chatterjee,Rachana Banerjee,marriage,wedding,টলিউড,প্রসেনজিৎ চ্যাটার্জি,স্বস্তিকা মুখার্জি,রচনা ব্যানার্জি,শ্রাবন্তী চ্যাটার্জি,বিয়ে

এরকিছুদিন পর তিনি বিয়ে করেন প্রবাল বসুকে। তাদের ছেলে প্রনীল বসুকে নিয়ে মোটামুটি সুখেই ছিলেন অভিনেত্রী৷ কিছুদিন আগে কানাঘুষো শোনা যাচ্ছিল প্রবাল-রচনার ডিভোর্স হতে চলেছে৷ শোনা যায়, অন্য আরেকটি সম্পর্কের জেরেই নাকি ডিভোর্স হতে চলেছে তাদের, যদিও এই বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি।

Tollywood,prasenjit Chatterjee,swastika Mukherjee,Srabanti Chatterjee,Rachana Banerjee,marriage,wedding,টলিউড,প্রসেনজিৎ চ্যাটার্জি,স্বস্তিকা মুখার্জি,রচনা ব্যানার্জি,শ্রাবন্তী চ্যাটার্জি,বিয়ে

৩. স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)

১৯৯৮ সালে প্রমিত সেনের সঙ্গে বিয়েহয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। বিয়ের পর পাকাপোক্ত সম্পর্ক না তগাকলেও ডিভোর্স হয়নি তাদের। তবে ২০০৪ সালে জিতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্রথম স্বামীকে ডিভোর্স দেন স্বস্তিকা।

Tollywood,prasenjit Chatterjee,swastika Mukherjee,Srabanti Chatterjee,Rachana Banerjee,marriage,wedding,টলিউড,প্রসেনজিৎ চ্যাটার্জি,স্বস্তিকা মুখার্জি,রচনা ব্যানার্জি,শ্রাবন্তী চ্যাটার্জি,বিয়ে

রটনা আছে জিত স্বস্তিকার সম্পর্ক নাকি বিয়ে পর্যন্ত ও গড়িয়েছিল, তবে কোনো এক অজানা কারণে একসাথে থাকা হয়নি তাদের।

Tollywood,prasenjit Chatterjee,swastika Mukherjee,Srabanti Chatterjee,Rachana Banerjee,marriage,wedding,টলিউড,প্রসেনজিৎ চ্যাটার্জি,স্বস্তিকা মুখার্জি,রচনা ব্যানার্জি,শ্রাবন্তী চ্যাটার্জি,বিয়ে

এরপর পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গেও তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়৷ শোনা যায়, বর্তমানে সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন স্বস্তিকা।

৪. শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)

Srabanti Chatterjee Roshan Singh

দুরদর্শনের একটি ধারাবাহিক থেকে শুরু হয় শ্রাবন্তীর কেরিয়ার৷ তারপর থেকেই একের পর এক হিট দিয়ে গেছেন তিনি। অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায় তখনকার জনপ্রিয় পরিচালক রাজীবের সঙ্গে। এরপর একামাত্র ছেলে ঝিনুকের জন্মের পরেই বেশি দূর এগোয়নি রাজীবের সাথে শ্রাবন্তীর সম্পর্ক।

এর কিছুদিন পরে শ্রাবন্তী বিয়ে করেন কৃষ্ণ ব্রজ নামে এক মডেলকে । ক্যামেরার সামনে দুজনে সুখী দাম্পত্যের অভিনয় করলেও বিয়ের একবছর কাটতে না কাটতেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। সর্বশেষ তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন রোশন সিং-কে, কিন্তু সেই বিয়েও ভাঙনের মুখে।

site