• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দারুণ খেতে, কিন্তু হজম করা ভীষণ কঠিন, মিমির সম্বন্ধে প্রকাশ্যে এ কী বলে বসলেন আবীর!

Abir Chatterjee-Mimi Chakraborty: আসন্ন ভবিষ্যতে এমন বেশ কিছু বাংলা ছবি আসতে চলেছে যেখানে একেবারে আনকোরা জুটি দেখতে পাবেন দর্শকরা। টলিপাড়ায় (Tollywood) বেশ অনেকটা সময় কাটিয়ে ফেললেও একসঙ্গে কাজ করেননি এমন তারকাদের এবার এক ছবিতে আনছেন বেশ কিছু পরিচালক। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের দৌলতে যেমন একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

বেশ কয়েকদিন আগেই ‘রক্তবীজ’ (Raktabeej) ছবির কথা ঘোষণা করেছিলেন আবীর-মিমি। রঙমিলান্তি পোশাকে ফটোশ্যুট করে দু’জন জানিয়েছিলেন, এক ছবিতে দেখা যাবে তাঁদের। এবার সেই মিমিকে নিয়েই প্রকাশ্যে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেতা। ক্যামেরার সামনে আবীর বলেন, সাংসদ-অভিনেত্রীকে নাকি হজম করার সহজ নয়!

   

Abir Chatterjee and Mimi Chakraborty, Abir Chatterjee on Mimi Chakraborty

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নম্র, ভদ্র অভিনেতা হিসেবে বেশ সুনাম রয়েছে আবীরের। অভিনেতার মিষ্টি ব্যবহারের কথা কারোর অজানা নয়। মিতভাষী সেই আবীর আচমকা কেন মিমিকে নিয়ে এমন মন্তব্য করে বসলেন? শুধু কি মুখ ফস্কে নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ? উত্তর মিলেছে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে শেয়ার করা এক ভিডিওয় (Video)।

প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করা ভিডিও চুটিয়ে আড্ডা দিয়ে দেখা যাচ্ছে আবীর এবং প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে (Victor Banerjee)। দু’জনে আসলে একটি মজার খেলা খেলছিলেন। সেখানে বিভিন্ন তারকাদের খাবারের সঙ্গে তুলনা করতে দেখা যায় ভিক্টর এবং আবীরকে।

Abir Chatterjee and Mimi Chakraborty, Abir Chatterjee on Mimi Chakraborty

এই মজার খেলা খেলতে খেলতেই আবীর বলে ওঠেন, মিমি হলেন পোলাও এবং খাসির মাংস মতো। দুই পদ একসঙ্গে খেতে দারুণ লাগে। কিন্তু হজম করতে না পারলেই বিপদ! অভিনেতার এই মজার বক্তব্যকে হাসতে হাসতে সমর্থন করতে দেখা যায় ভিক্টরকেও।

আসলে টলি নায়িকার ঠোঁটকাটা স্বভাবের কথা কারোর অজানা নয়। স্পষ্ট কথা মুখের ওপর বলতেই ভালোবাসেন তিনি। মিমির এই স্বভাবই তাঁর অনুরাগীদের ভীষণ প্রিয়। সেই জন্য খানিক মজা করেই সহ অভিনেত্রীর বিষয়ে এই মন্তব্য করেন আবীর। অপরদিকে ভিক্টর বলেন, আবীর হলেন অনেকটা রেজালার মতো। পাল্টা বর্ষীয়ান অভিনেতাকে অভিজাত দার্জিলিং চায়ের সঙ্গে তুলনা করেন টলিপাড়ার ‘সোনাদা’।

site