বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। সুদর্শন এই অভিনেতা যে কত সুপারহিট ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। যদিও শুধুমাত্র নায়ক হিসেবেই নয়, পার্শ্বচরিত্রে অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। তবে টলিপাড়ার এই নামী অভিনেতা আজ আমাদের মধ্যে নেই। গত বছর ২৪ মার্চ চিরনিদ্রায় (Abhishek Chatterjee death) শায়িত হয়েছেন তিনি।
দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল অভিষেক চিরবিদায় নিয়েছেন। অভিনেতার মৃত্যু এখনও মেনে নিতে পারেনি অনেকেই। তবে সময় কারোর জন্য থেমে থাকে না। মঙ্গলবার যেমন বাৎসরিক কাজ সম্পন্ন হল অভিনেতার। মেয়ে সাইনা বাবার কাজ করেছে। স্বামীর বাৎসরিক কাজের (Annual Shraddha) ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা (Sanjukta Chatterjee)।
স্ত্রী এবং মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল অভিষেকের। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গত বছর ২৪ মার্চেই সবকিছু ওলটপালট হয়ে যায়। জিৎ সঞ্চালিত ‘স্মার্ট জোড়ি’ শোয়ে উপস্থিত হয়েছিলেন অভিষেক এবং সংযুক্তা। শ্যুটিংও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সেই সফর সম্পূর্ণ হয়নি।
আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিষেক। আর এরপরই সব শেষ! মাত্র ৫৮ বছর বয়সে সকলকে কাঁদিয়ে ইহলোক থেকে চিরবিদায় নেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১:৪০ মিনিট নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিষেক। মাত্র ১১ বছর বয়সে পিতৃহারা হয় অভিনেতার কন্যা সাইনা। এখন সেই মেয়েকে আগলেই দিন কাটছে অভিনেতার স্ত্রী সংযুক্তার।
গতকাল অভিষেকের বাৎসরিক কাজের জন্য সাদা ফুলে নিজেদের বাড়ি সাজিয়ে তুলেছিলেন সংযুক্তা। অভিনেতার মনের মতো করেই এই দিনটি পালন করেছেন তাঁর স্ত্রী এবং কন্যা। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে সেই ছবি শেয়ার করে অভিনেতার স্ত্রী লেখেছেন, ‘ওঁর মতো করে ওঁর দিন কাটানো হল… আমাদের পথ দেখানোর জন্য সাঁইবাবাকে ধন্যবাদ’।
অভিষেকের প্রোফাইল থেকেই এই পোস্ট শেয়ার করেন সংযুক্তা। অভিনেতার বাৎসরিক কাজের ছবি দেখে ফের চোখে জল আসে নেটিজেনদের। অভিষেককে হারানোর সেই মুহূর্তের কথা আবারও তাজা হয়ে যায় সকলের স্মৃতিতে। সংযুক্তা এবং সাইনাকে এই দিনে সমবেদনা জানিয়েছেন এবং শক্ত থাকার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা।