• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এখনকার জেনারেশনের আমার গান পছন্দ নয়’, গান গাওয়া নিয়ে আফসোস কিশোর পুত্র অমিত কুমারের

Updated on:

অমিত কুমার,কিশোরে কুমার,ইন্ডিয়ান আইডল,Kishore Kumar,Amit Kumar,Bollywood Playback Singing,Playback Singing,Amit Kumar Playback Singing,Kishore Kumar Son Amit Kumar

কথায় আছে গান নাকি সুখ দুঃখের সাথী। অবশ্য একথা খুব সত্যি, বিখ্যাত গায়ক গায়িকাদের গাঙ্গুলি সেকথা বারেবারে মনে করিয়ে দেয়। বিখ্যাত গায়ক তথা অভিনেতা কিশোর কুমারের (Kishore Kumar) গাওয়া গান আজ মুগ্ধ করে আপামর ভারতবাসীকে। কিন্তু সেই কিশোর কুমারের সন্তান হয়েও সিনেমায় গান গাইতে দেখা মেলে না অমিত কুমারের (Amit Kumar)। কিন্তু কেন তিনি প্লেব্যাক করছেন না? সম্প্রতি আফসোসের সুরেই উত্তর মিলল এই প্রশ্নের।

৭০ ও ৮০ এর দশকে একেওপর এক সুপারহিট ছবির পাশাপাশি দর্শকদের দুর্দান্ত সব গান উপহার দিয়েছেন কিশোর কুমার। কয়েক দশক কেটে গেলেও তার গান আজও প্রতিটা মানুষের অন্তরে গেঁথে রয়েছে। সেই কিশোর কুমারেরই পুত্র অমিত কুমার। তিনিও গানের জগতেরই মানুষ। তবে বর্তমান জগতের সিনেমায় তাকে আর প্লেব্যাক করতে দেখা যায় না। কেন প্লেব্যাক করছেন না তিনি? সম্প্রতি এমনই প্রশ্ন করেন এক নেটিজেন তাঁকে।

অমিত কুমার,কিশোরে কুমার,ইন্ডিয়ান আইডল,Kishore Kumar,Amit Kumar,Bollywood Playback Singing,Playback Singing,Amit Kumar Playback Singing,Kishore Kumar Son Amit Kumar

আসলে প্লেনে বসে স্ত্রীকে সাথে নিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন অমিত কুমার। সেখানেই এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। যাঁর উত্তরে তিনি জানিয়েছেন, কারণ আমি সিনেমায় গান গাইতে চাই না। আজকালকার প্রজন্ম আমার গান ভালোও বাসেনা। তাদের কাছে আমি না চাইতেই সাফল্য পেয়ে গেছি।

অমিত কুমার,কিশোরে কুমার,ইন্ডিয়ান আইডল,Kishore Kumar,Amit Kumar,Bollywood Playback Singing,Playback Singing,Amit Kumar Playback Singing,Kishore Kumar Son Amit Kumar

গান যে অমিত কুমার গান না তা কিন্তু নয়, আসলে সিনেমার প্লেব্যাক নয় সিঙ্গেল অ্যালবাম তৈরিই পছন্দ করেন তিনি। কিছুদিন আগেই নিজের একটি নতুন গান ‘জিন্দা হু ম‍্যায়’ রিলিজ করেছেন। তবে নতুন গানের জেরে না হলেও ইন্ডিয়ান আইডলের মঞ্চে নিজের একটি বক্তব্যের কারণে মাঝে ব্যাপক চর্চায় ছিলেন অমিত কুমার।

ইন্ডিয়ান আইডলের কিশোর কুমারের উদ্দ্যেশ্যে একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়েছিল। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিত কুমার। শো নিয়ে তিনি মন্তব্য করেন, ‘সবটাই স্ক্রিপ্টেড, শুরু থেকেই প্রতিযোগীদের পারফর্মেন্স ভালো হোক বা খারাপ প্রশংসা করতে বলা হয়েছিল’। অর্থাৎ শোটি মোটেও উপভোগ করেননি তিনি, শুধুমাত্র টাকার প্রয়োজনেই অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। এই মন্তব্যের পরেই তাকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥