• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঢাকঢাক গুরগুর শেষ! জল্পনা সত্যি করে বিয়ে ভাঙলেন ‘কৃষ্ণকলি’ তিয়াসা, সুবান এখন শুধুই বন্ধু

বাংলা টেলিভিশনের দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় এই দুজনেই। তারা হলেন তিয়াসা লেপচা, আর সুবান রায়। আজকের জুটি নন তারা, তিয়াসাকে যখন অভিনয়ের জগতে কেউ চেনেনই না তখন থেকেই তিনি সুবানের ঘরণী। এমনকি তিয়াসার আসল পদবী যে লেপচা, সে কথাও আগে কেউ জানত না কেননা তিনি স্বামীর পদবী ‘রায়’ ই ব্যবহার করতেন।

তিয়াসাকে কে না চেনেন? তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ তে শ্যামার ভূমিকায় অভিনয় করার পর থেকে দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। প্রায় ৩ বছরের বেশি সময় ধরে এই ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। ধারাবাহিকে তিয়াসার গায়ের রঙ বেশ শ্যামলাই দেখানো হয়, পরনে তার শাড়ি, মাথায় অধিকাংশ সময় ঘোমটা। কিন্তু রিয়েল লাইফে যে তিনি এক্কেবারে ৩৬০ ডিগ্রি আলাদা তার আভাস মেলে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

   

তিয়াসা লেপচা,কৃষ্ণকলি,শ্যামা,তিয়াসা রায়,সুবান রায়,ডিভোর্স,krishnakoli,Tiyasha Roy,Suban Roy,Divorce,Tollywood

টলিপাড়ায় (Tollywood) বিচ্ছেদের ঘটনা নতুন কিছু নয়। একাধিক অভিনেত্রীর সম্পর্কের বিচ্ছেদের খবর কান পাতলেই শোনা যায় টলিপাড়ায়। এ যেন হামেশাই শুনতে পাওয়া যায়, তবে কিছু সত্যি হয় আর অনেক শুধুমাত্র গুজবই রয়ে যায়। তবে এবার সমস্ত জল্পনাকে সত্যি করে বিচ্ছেদের পথেই হাঁটছেন সুবান তিয়াসা।

তিয়াসা লেপচা,কৃষ্ণকলি,শ্যামা,তিয়াসা রায়,সুবান রায়,ডিভোর্স,krishnakoli,Tiyasha Roy,Suban Roy,Divorce,Tollywood

তিয়াসার কথায়, দুজনের মধ্যে যে মিল থাকবেই এমন কোনোও কথা নেই৷ তাই তাদেরও প্রায়শই মতের মিল ঘটত না। এই মতভেদ বাড়তে বাড়তে মনোমালিন্য বাড়ছিল, ফলত দুজনেরই শান্তি বিঘ্নিত হচ্ছিল। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিয়াসা জানান, তারা উভয়েই সিদ্ধান্ত নিয়েছেন আইনি বিচ্ছেদের। ইতিমধ্যেই মিউচুয়াল ডিভোর্স সম্পন্ন ও হয়েছে।

৯ মাস আলাদা ছিলেন তারা, সেই সময় অনেক কথা রটলেও দুজনের কেউই মুখ খোলেননি। অবশেষে বিচ্ছেদের মাস খানেক পর তিয়াসা সমস্তটা খোলাসা করলেন৷ দীর্ঘ তিন বছরের সম্পর্কে ইতি টেনে এখন সুবান তিয়াসা কেবলই ভালো বন্ধু।