সবসময়ই টিআরপির (TRP) এর শীর্ষে থাকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি (Krishnakoli)। কয়েক বছর ধরেই এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র নিখিল ওরফে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং শ্যামা ওরফে তিয়াশা রায় (Tiyasha Roy) দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
সন্ধ্যে হলেই টিভির সামনে ‘কৃষ্ণকলি’ দেখার জন্য ভীড় জমায় এই ধারাবাহিকের অনুরাগীরা। এই সিরিয়ালের পরতে পরতে কেবল মোচড়, টানটান উত্তেজনা। শ্যামা নিখিলের পাশাপাশি এখন তাদের মেয়ে শ্যামাও দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে।
কৃষ্ণকলি ধারাবাহিকে অভিনেত্রীর অভিনয়ে দর্শকরা একেবারে মুগ্ধ। ধারাবাহিকে শ্যামার গায়ের রং বেশ কালো কিন্তু রয়েছে অসাধারণ গানের গলা, সেই গলায় কীর্তন দর্শকদের বেশ পছন্দ। আর পাঁচটা সংসারের মত জীবনের সাংসারিক অশান্তি সমস্যা কাটিয়ে কিভাবে জিতবে শ্যামা সেটাই হল কৃষ্ণকলির মূল গল্পের বিষয়।
কিন্তু ধারাবাহিকের ‘শ্যামা’ আর বাস্তব জীবনের শ্যামা ওরফে তিয়াশাকে দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ধারাবাহিকের মতো বাস্তব জীবনেও অভিনেত্রী তিয়াশা দুর্দান্ত গায়িকাও।
আমরা এটা জানি যে বিভিন্ন অনুষ্ঠানে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে যাওয়া হয় । তার জন্য দেয়া হয় পারিশ্রমিক । সেখানে তারা একে একে কেউ নাচ বা কেউ গান উপস্থাপনা করে দর্শকদের মন জয় করে নেয় । সম্প্রতি এমনই এল অনুষ্ঠানে দুর্দান্ত গান গেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিয়াশা রায়। বলেছেন তার ধারাবাহিকের ডায়লগ-ও। শুধু তাই নয় তার সাথে তালে তালে নেচেছেন, বলেছেন জীবনের গল্প । ইতিমধ্যেই তুমুল ভাইরাল এই ভিডিও।