• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন বছরে বড় চমক ! রান্নাঘরের সুদীপার বদলে সঞ্চালিকা হয়ে আসছেন কৃষ্ণকলির তিয়াশা রায়

tiyasha roy,rannaghor,sudipa chatterjee,krishnokoli,zee bangla

নতুন বছরের শুরু থেকেই দর্শকদের একের পর এক সারপ্রাইজ দিয়ে চলেছে জি বাংলা। ইতিমধ্যেই এসেছে একাধিক নতুন সিরিয়াল , তার উপর এবার আরও বড় চমক দিতে চলেছে এই চ্যানেল। এমনিতেই মিঠাইয়ের সুবাদে TRP তালিকায় সবসময়ই উপরের দিকেই থাকে চ্যানেল , দর্শকরা যাতে কখনোই বোর না হয়ে যান তারজন্য সদাই নতুন ভাবে ভাবেন চ্যানেলের নির্মাতারা। জি বাংলার অন্যতম জনপ্রিয় শো ‘রান্নাঘর’ .গত কয়েকবছর ধরেই এই শো দেখেই নিত্যনতুন খাবার বানানো শিখে বাঙালি নিজেদের রসনা তৃপ্ত করে আসছেন।

এই শোয়ের সঞ্চালিকা হিসেবে এতদিন পর্যন্ত  যেত সুদীপা চ্যাটার্জিকে (Sudipa Chatterjee) , কিন্তু এবার তিনি এই দায়িত্ব থেকে সরছেন। জানা যাচ্ছে, সুদীপার জুতোয় পা গলিয়ে এবার থেকে এই শো সংকলনা করবেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলির’ শ্যামা ওরফে তিয়াশা রায়। দিন কয়েক আগেই শেষ হয়েছে এই ধারাবাহিক ,আর তার পর থেকেই গোটা বাংলার দর্শকদের মন কার্যত ভেঙে ছারখার। এবার তাদেরকেই সুখবর দিলেন শ্যামা।

tiyasha roy,rannaghor,sudipa chatterjee,krishnokoli,zee bangla

 

তিনি জানান যে সারা শহর যে সমস্ত পছন্দের খাবারের গন্ধে ভুর ভুর করে। কিন্তু সময়ের অভাবে সেখানে যাওয়া হয়না। সেই সমস্ত পছন্দের রেসিপি থাকছে এবার। শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় লাইভ এসে এই সুখবর দিয়েছেন অভিনেত্রী।  তাঁকে বলতে সোনা যায় , ‘ এতদিন পর্যন্ত আপনারা আমায় এখানে এসে রান্না করতে দেখেছেন। অন্যের রান্না খেতে। কিন্তু এবার আমি এসেছি সঞ্চালিকা হয়ে। স্পেশ্যাল কিছু রান্নার রেসিপি নিয়ে আসতে চলেছি আমরা।”

Krishnakoli Tiyasha roy

আগামী ২৬ সে জানুয়ারি থেকেই ঠিক বিকেল সাড়ে ৪টায় জি বাংলার পর্দায় এবার থেকে তাকে সঞ্চালিকা হিসেবে দেখা যাবে তাকে ,এমনটাই জানিয়েছেন তিয়াশা । পাশাপাশি অনুরাগীদের তিনি অনুরোধ করেছেন তার সাথে থাকার জন্য। সুদীপ কেন সঞ্চালনা ছাড়লেন সে বিষয়ে যদিও এখনও কিছুই জানা যায়নি , তবে তিয়াশাকে পেয়ে দর্শকরা যে বেশ উচ্ছসিত তা বলাই বাহুল্য।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥