• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বগলটা কী কালো ছিঃ! হট ছবি পোস্ট করে নেটিজেনদের কদর্য আক্রমণের মুখে ‘ঝিলিক’ তিথি বসু

একসময়ে টেলিপাড়ায় দাপিয়ে বেরিয়েছে ‘মা’ ধারাবাহিকটি৷ আর ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ছোট্ট ঝিলিক মানুষের মনে গভীর দাগ কেটেছিল। সেদিনের ছোট্ট ঝিলিক আজ অনেক বড় হয়েছে, শৈশব পেরিয়ে আজ সে যুবতী। তাই তার সাজপোশাক হাব ভাবেও এসেছে আমূল পরিবর্তন। দেখলেই চেনারই উপায় নেই তাকে। নাম তিথি বসু। কিন্তু এই নামে তাঁকে খুব কম জনই চেনে। তিথির থেকে ঝিলিক নামই বেশি জনপ্রিয়।

সেই মিষ্টি ঝিলিক এখন বোল্ড অবতারে ধরা দেন মাঝেমধ্যেই। শাড়ি হোক বা ওয়েস্টার্ন মাঝেমধ্যেই নানা অবতারে ধরা দেন তিনি। তবে তার এই সাজ বেশিরভাগ সময়ই ভালো চোখে দেখেনন না নেটপাড়ার অনেকেই। আজকাল আর অভিনয় জগতে বিশেষ দেখা যায়না তাকে৷ বরং তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই অশ্লীল আক্রমণের শিকার হন তিনি।

   

tithi basu,tollywood,troll,তিথি বসু,টলিউড,ট্রোল

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কালো একটি ওয়ানপিস পরে, ডার্ক মেকাপ করে ছবি দিয়েছেন অভিনেত্রী তিথি বসু। আরেকটি ছবিতে সবুজ গাউন আর কালো ব্রালেটে দেখা মিলেছে ঝিলিকের। ছবিতে একটি দরজায় হেলান দিয়ে এক হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী তিথি বসু। আর এই ছবি দেখা মাত্রই কমেন্টবক্সে কদর্য মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ।

tithi basu,tollywood,troll,তিথি বসু,টলিউড,ট্রোল

তাকে ইঙ্গিত করে বলা হয়েছে, বগল পরিস্কার করে এই ধরণের ছবি তুলতে৷ অথবা কেউবা ছি ছি রব তুলে বলেছেন ‘বগলটা খুবই কালো’। ছেলেদের পাশাপাশি মেয়েরাও তার শরীরের এই বিশেষ অঙ্গ নিয়ে মন্তব্য করতে ছাড়েননি। তবে এত নিন্দা শুনেও মুখ খোলেননি তিথি, এমনকি কারোর কথাতেই কোনোও ভাবেই এই পোস্ট ডিলিটও করেননি পর্দার ঝিলিক।

tithi basu,tollywood,troll,তিথি বসু,টলিউড,ট্রোল

ছোট বেলা থেকেই অভিনয় বাদে মডেলিং এর শখ রয়েছে তিথির। মাঝে মধ্যেই নিজের বোল্ড এন্ড হট ফটোশুটের ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে। প্রথম প্রথম বেশ স্বাস্থ্যবতীই ছিলেন অভিনেত্রী। তবে তার জন্য অসংখ্যবার বডিশেমিং-য়েরও শিকার হতে হয়েছে তাকে। তখন দাঁতে দাঁত চেপে সমস্তটা সহ্য করে নিলেও সম্প্রতি সমস্ত অপমানের জবাব ফিরিয়ে দিয়ে সেক্সি ফিগারে ফের নেটপাড়া কাঁপাচ্ছেন তিথি বসু।