• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রোজ সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় ধর্ষণের হুমকি পাই! অবশেষে ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ খ্যাত ঝিলিক

Jhilik,maa,rape,tithi basu,ঝিলিক,ধর্ষণ,তিথি বসু,মা সিরিয়াল,maa serial

একসময়ে টেলিপাড়ায় দাপিয়ে বেরিয়েছে ‘মা’ ধারাবাহিকটি৷ আর ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ছোট্ট ঝিলিক মানুষের মনে গভীর দাগ কেটেছিল। সেদিনের ছোট্ট ঝিলিক আজ অনেক বড় হয়েছে, শৈশব পেরিয়ে আজ সে যুবতী। তাই তার সাজপোশাক হাব ভাবেও এসেছে আমূল পরিবর্তন। দেখলেই চেনারই উপায় নেই তাকে। নাম তিথি বসু। কিন্তু এই নামে তাঁকে খুব কম জনই চেনে। তিথির থেকে ঝিলিক নামই বেশি জনপ্রিয়।

সেই মিষ্টি ঝিলিক এখন বোল্ড অবতারে ধরা দেন মাঝেমধ্যেই। শাড়ি হোক বা ওয়েস্টার্ন মাঝেমধ্যেই নানা অবতারে ধরা দেন তিনি। তবে তার এই সাজ ভালো চোখে দেখেননি নেটপাড়ার অনেকেই। কিছুদিন আগে তিথি সোশ্যাল মিডিয়াতে একটি শর্ট স্কার্ট, স্লিভলেস টপ ও পায়ে গোলাপি রঙের স্নিকার্স পরে ছবি পোস্ট করেন। এই ছবি শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে শুরু করেন তিথি। অনেকে তার এই ছবি দেখে তাকে ট্রান্সজেন্ডার বলে দেগেছেন। আবার অনেকে তাকে ফেমিনিন হাইজিন-এর পরামর্শ দিয়েছেন।

Jhilik,maa,rape,tithi basu,ঝিলিক,ধর্ষণ,তিথি বসু,মা সিরিয়াল,maa serial

সেসবে বিশেষ তোয়াক্কা কোনোদিনই করেননি তিথি। তিনি অনুরাগীদের মন ভালো করতে সব সময়ই নিত্য নতুন অবতারে ডানা মেলেন অভিনেত্রী। রিল বানান, নাচ করেন। কিন্তু সব মানুষেরই তো সহ্যের একটা সীমা থাকে। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী তিথি বসু, শুধু তাই নয় কার্যত তাকে নিয়ে হওয়া ট্রোলিং সম্পর্কে মুখ খুলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় তিথিকে।

Jhilik,maa,rape,tithi basu,ঝিলিক,ধর্ষণ,তিথি বসু,মা সিরিয়াল,maa serial

তিনি জানান, নিয়মিত কদর্য ভাষায় ধর্ষণের হুমকি পান অভিনেত্রী। তার শারিরীক গঠন, চরিত্র নিয়েও চলে কাদাছোঁড়াছুঁড়ি। তিথির অভিযোগের তীর আসলে কলকাতার বাইরের লোকেদের দিকেই, তার দাবি বরং কলকাতার লোকেরা কম কটু কথা বলেন। কিন্তু কলকাতার বাইরের লোকেরা তার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নোংরা কথা বলতে বাদ রাখেননা। এই প্রসঙ্গে নেটিজেনদের একাংশের মত, কাউকে পছন্দ না হলে এড়িয়ে যাওয়া ভালো, কিন্তু ধর্ষণের হুমকি দেওয়া মোটেই গ্রাহ্য নয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥