বাংলা সিরিয়াল (Serial) ‘মা’ এর হাত ধরে ব্যাপক জনপ্রিয় হয়েছিল ছোট্ট ঝিলিক। ছোট্ট ঝিলিকের অভিনয় মন কেড়েছিল সকলেরই। ফুট ফুটে ছোট্ট একটা মেয়েকে মায়ের জন্য কতই না কষ্ট করতে হচ্ছিল। সিরিয়ালের জনপ্রিয়তা এতটাই ছিল যে সন্ধ্যে নামলে শঙ্খ ধ্বনির সাথে বাঙালির প্রতিটি ঘরেই একসাথেই বেজে উঠত ‘তোমার ছাড়া ঘুম আসে না মা ‘ গানটি। ছোট্ট ঝিলিকের আসল নাম তিথি বাসু (Tithi Basu), যদিও এই নামে তাকে এখনও অনেকেই চেনেন না। ছোট্ট বেলার আইকনিক অভিনয়ের নাম ঝিলিক নামেই বেশি পরিচিত তিথি।
সিরিয়ালের মিষ্টি ঝিলিক এখন বোল্ড অবতারে ধরা দেন মাঝেমধ্যেই। শাড়ি হোক বা ওয়েস্টার্ন মাঝেমধ্যেই নানা অবতারে ধরা দেন তিনি। তবে তার এই সাজ ভালো চোখে দেখেননি নেটপাড়ার অনেকেই। কিছুদিন আগে তিথি সোশ্যাল মিডিয়াতে একটি শর্ট স্কার্ট, স্লিভলেস টপ ও পায়ে গোলাপি রঙের স্নিকার্স পরে ছবি পোস্ট করেন। এই ছবি শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে শুরু করেন তিথি। অনেকে তার এই ছিবি দেখে তাকে ট্রান্সজেন্ডার বলে দেগেছেন। আবার অনেকে তাকে ফেমিনিন হাইজিন-এর পরামর্শ দিয়ে ছিলেন।
সম্প্রতি তিথি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছে। ছবিতে খানিক বোল্ড লুকেই দেখা দিয়েছে ঝিলিক ওরফে তিথি বাসু। ছবিতে জিম করতে দেখা যাচ্ছে তাকে। অ্যানাটমী জিম অ্যান্ড ফিটনেস ষ্টুডিওতে জিম করে তিথি। সেখান থেকেই নিজের একটি ছবি শেয়ার করেছে। ছবিতে জিমের পোশাকেই দেখা যাচ্ছে তিথিকে। তবে, ছবিতে নিজের টপ তুলে ধরে আছে তিথি। জিনের শরীরের গঠনের জন্য যে সে পরিশ্রম তাই বোঝাতে চেয়েছেন ছবিটির মাধ্যমে।
তিথি মডেলিং এ নিজের কেরিয়ার গর্তে চায়। তাই হয়তো ভবিষৎতের কথা ভেবে এখন থেকেই প্রস্তূত থাকতে চাইছে তিথি। আর তিথির এই ছবি শেয়ার করা মাত্রই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। কারণ তিথির এই ধরণের ছবি আগে হয়তো কেউই দেখেন নি।