• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সময় ভালো যাচ্ছে তেজস্বীর! বিগবস জেতার পর এবার ‘নাগিন ৬’ এও মুখ্য ভূমিকায় তিনি

Published on:

তেজস্বী প্রকাশ,নাগিন ৬,বিগবস ১৫,Tejaswi prakash,nagin 6,bigg boss 15,Bollywood

গত শনি রবিবারই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বেরিয়েছে বিগবস ১৫ এর গ্র‍্যান্ড ফিনালের ফলাফল। দীর্ঘ চার মাসের যাত্রা শেষে, বিজয়ী হয়েছেন তেজস্বী প্রকাশ (Tejaswi Prakash)। এদিন বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিয়েছেন বলিউডের ভাইজান তথা বিগবসের সঞ্চালক সালমান খান। অবশ্য শুধু ট্রফি নয় সাথে ৪০ লক্ষ টাকার নগদ পুরস্কারও পেয়েছেন তেজস্বী।

বিগবিসের শেষ কয়েকটি পর্ব কার্যত মাতিয়ে রেখেছিলেন তেজস্বী। করণ কুন্দ্রার সঙ্গে তার কেমিস্ট্রিও নজর কেড়েছিল বিগবস প্রেমীদের। বিগবস ১৫ এর ফাইনালে মোট পাঁচ জন প্রতিযোগী ছিলেন। প্রতীক সেহজপাল, নিশান্ত ভাট, শামিতা শেট্টি, করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। তবে প্রতিবারের মত এবারেও ফাইনালের আগেই ১০ লক্ষ টাকা নিয়ে মঞ্চ ছাড়ার অফার ছিল। সেই অফার গ্রহণ করে টপ পাঁচ থেকে বিদায় নেন নিশান্ত ভাট।

তেজস্বী প্রকাশ,নাগিন ৬,বিগবস ১৫,Tejaswi prakash,nagin 6,bigg boss 15,Bollywood

বাকি যে কজন পড়েছিল তার মধ্যে তেজস্বীর কড়া টক্কর দেওয়ার মতো ছিলেন শমিতা শেঠি, কিন্তু শমিতা শেষমেশ বাদ পড়ে যান। তখন থেকেই আন্দাজ করা যাচ্ছিল বিজয়ীর মুকুট উঠতে চলেছে তেজস্বীর মাথাতেই। এরপরই জানা গেল আসল ফলাফল, করণ কুন্দ্রা তৃতীয়, প্রতীক সেহজপাল দ্বিতীয় স্থান পেলেন। আর বিজয়ী হলেন তেজস্বী প্রকাশ।

Tejasswi Prakash Bigboss 15 Winner

এখানেই থেমে নেই এরপর ভাগ্যের চাকা জোরসে ঘুরে গিয়েছে তেজস্বীর। ইতিমধ্যেই কালার্স চ্যানেলের তরফে প্রকাশ করা হয়েছে ‘নাগিন ৬’ এর প্রোমো। এবং সেখানেই দেখা যাচ্ছে এই সিজনে প্রধান চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী তেজস্বী প্রকাশকেই। বিগ বস 15-এর গ্র্যান্ড ফিনালেতে, তেজস্বী নাগিন লুকে একটি পারফরম্যান্সও দিয়েছেন।

Tejaswi prakash

প্রসঙ্গত, তেজস্বী ভারতে জন্মগ্রহণ করেননি, কিন্তু তিনি এখানেই বড় হয়েছেন। তেজস্বী সৌদি আরবের জেদ্দায় ১১ই জুন ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। তেজস্বী প্রকাশ মুম্বাই ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছেন, ১৮ বছর বয়স থেকে অভিনয়ের জগতে পা রাখেন তিনি। এবার জনপ্রিয় ধারাবাহিক নাগিন- ৬ দিয়ে পর্দায় দেখা যাবে তাকে৷

 

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥