• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জনপ্রিয় বলিউড অভিনেতা টিকু তালসানিয়ার মেয়েও কাঁপাচ্ছে ইন্ডাস্ট্রি! রইল অভিনেত্রীর ভাইরাল ছবি

টিকু তালসানিয়া এমন একজন অভিনেতা যাকে তাঁর মুখ দেখেই দর্শকরা চেনেন। নায়ক হিসেবে কোনদিন মুখ্য চরিত্রে কাজ না করলেও, পার্শ্ব চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করেছেন তিনি। তাঁর অভিনীত একাধিক চরিত্র এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। সিরিয়াস রোল হোক বা কৌতুক চরিত্র সবেতে সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন টিকু (Tiku Talsania)। আর এখন সেই প্রতিভাবান অভিনেতার মেয়ে (Daughter) বলিউডে দাপিয়ে করছেন। ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন রণবীর কাপুর, করিনা কাপুর খানদের সঙ্গে।

সম্প্রতি টিকু তালসানিয়ার মেয়ে নেট দুনিয়ার চর্চার শিরোনামে উঠে এসেছেন। তাঁর রূপ নিয়ে শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে চর্চা। আসলে সম্প্রতি অভিনেতার মেয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই, তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বলিপাড়ার কোন জনপ্রিয় অভিনেত্রী টিকুর মেয়ে জানেন?

   

Tiku Talsania

হিন্দি সিনেমার একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করা টিকুর মেয়ের নাম শিখা তালসানিয়া (Shikha  Talsania)। হ্যাঁ, ঠিকই দেখছেন। জনপ্রিয় অভিনেত্রী শিখার পিতাই হলেন টিকু। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝেমধ্যেই সেখানে নানান ছবি, ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। সম্প্রতি সমুদ্র তীরে দাঁড়িয়ে একটি ছবি শেয়ার করেছেন। আর সেটিই নজর কেড়েছে নেটিজেনদের।

Shikha Talsania

অনুরাগীদের মতে, শিখা ন্যাচারাল বিউটি। তাই তাঁকে এত পছন্দ সকলের। সোশ্যাল মিডিয়ায় টিকু কন্যা নিজের কোনও সাধারণ ছবি শেয়ার করুক বা ফটো শ্যুটের কোনও ছবি, সবেতেই তাই ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন নেটিজেনরা।

Shikha Talsania with Tiku Talsania

যদি শিখার বলিউডে কাজের দিক থেকে বলা হয়, তাহলে তিনি এখনও পর্যন্ত রণবীর কাপুর, করিনা কাপুর খান, সোনম কাপুর, স্বরা ভাস্করের মতো শিল্পীদের সঙ্গে কাজ করে ফেলেছেন। তাঁর নামের পাশে রয়েছে, ‘ওয়েক আপ সিড’, ‘কুলি নম্বর ওয়ান’ (২০২০), ‘বীরে দি ওয়েডিং’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’র মতো ছবি।

Shikha Talsania in Veere di wedding

তবে শুধুমাত্র অভিনয়ই নয়, শিখা মডেলিংয়ের দুনিয়ারও পরিচিত নাম। টিকু কন্যা তথা বলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রীর সামাজিক মাধ্যমের প্রোফাইল ঘাঁটলেই, নানান ব্র্যান্ডের প্রোমোশনের ছবি দেখা যায়।