• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একটুর জন্য স্পাইডারম্যান হতে পারেননি, অনেক টাকা বাঁচিয়ে দিতাম মার্ভেলের! নিজেই জানালেন টাইগার

Published on:

Tiger Shroff says about almost being casted for Spider Man could have saved Marvel's VFX budget

বলিউড অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff) ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন। তাঁর অভিনয় নিয়ে যতই চর্চা হোক না কেন, তাঁর অ্যাকশন এবং নাচ নিয়ে কিন্তু প্রশ্ন তোলার কোনও জায়গাই নেই। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, তিনি নাকি অল্পের জন্য স্পাইডার ম্যান (Spiderman) হতে পারেননি। অনেকটা কাছাকাছি পৌঁছে গেলেও শেষ পর্যন্ত রোলটি হাতছাড়া হয়ে যায় বলি অভিনেতার।

সম্প্রতি জ্যাকি শ্রফের পুত্র ফাঁস করেছেন, তিনি আশা করেন একদিন তিনিও একজন গ্লোবাল আইকন হবেন। স্বপ্ন দেখেন, জ্যাকি চ্যান, ব্রুস লির মতো তাঁরও হবে বিশ্বজোড়া খ্যাতি। কারণ বেশ কয়েক বছর হয়ে গেল সারা বিশ্বের বিনোদন ইন্ডাস্ট্রি একজন ভালো অ্যাকশন হিরো পায়নি।

Tiger Shroff

একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এই বিষয়ে টাইগার বলেন, ‘আমি ওখানকার (হলিউড) বেশ কয়েকজন নামী মানুষদের সঙ্গে দেখা করেছি। আর আমার মনে হয় আমি যা করি সেই বিষয়ে ওনাদের বেশ আগ্রহ রয়েছে। জ্যাকি চ্যানের পর থেকে একজন অ্যাকশন হিরো কিন্তু আসেনি’।

এর আগেও অবশ্য একবার হলিউড প্রোজেক্ট নিয়ে মুখ খুলেছিলেন জ্যাকি পুত্র। টাইগার বলেছিলেন, ‘আমি স্পাইডারম্যানের জন্য অডিশন দিয়েছিলাম। আর ওনারা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আমি ওনাদের বলেছিলেন, আমি ভিএফএক্সে আপনাদের অনেক টাকা বাঁচিয়ে দেব। কারণ স্পাইডার ম্যান যা করেন আমি সেগুলির বেশিরভাগই করতে পারি। আমি সেই প্রোজেক্টের অংশ হওয়ার অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম’।

Spiderman Homecoming

তবে এত কিছু ‘প্রমিস’ করা সত্ত্বেও কিন্তু শেষ পর্যন্ত স্পাইডারম্যানের চরিত্রে বলি অভিনেতাকে নেয়নি মার্ভেল। তবে টাইগার অভিনয় না করতে পারলেও স্পাইডারম্যান সিনেমার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। ২০১৭ সালে ‘স্পাইডারম্যানঃ হোমকামিং’য়ে মুখ্য চরিত্রের হিন্দি ডাবিং করেছিলেন তিনিই।

স্পাইডারম্যানের চরিত্রে ডাবিং করার পর টাইগার বলেছিলেন, ‘আমার ছেলেবেলার সুপারহিরো স্পাইডারম্যান হিন্দিতে ডাব করার পর আমি নিজের খুশি ধরে রাখতে পারছি না। আমি স্পাইডারম্যান সিনেমা দেখে বড় হয়েছি। আর আমি বলে রাখি যে উনি এমন একজন সুপারহিরো যার চরিত্রে আমি চিরকাল অভিনয় করতে চেয়েছি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥