• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিশা অতীত জুটেছে আরও সেক্সী প্রেমিকা! অবশেষে নতুন প্রেম নিয়ে প্রথমবার মুখ খুললেন টাইগার শ্রফ

Updated on:

Tiger Shroff new girlfriend after break up with Disha Patani Rumours

বি টাউনের অন্যতম চর্চিত কাপলদের মধ্যে একটি ছিল টাইগার শ্রফ (Tiger Shroff) এবং দিশা পাটানির (Disha Patani) জুটি। বলিউডে যেখানে সম্পর্কের ভাঙাগড়া লেগেই থাকে, সেখানে প্রায় ৬ বছর চুটিয়ে প্রেম করেছিলেন দু’জনে। তবে সেসব এখন অতীত। বছরের শুরুতেই বিচ্ছেদের (Break up) পথে হেঁটেছেন টাইগার এবং দিশা। তবে জানেন, দিশাকে ছাড়ার পর এবার নতুন প্রেমে (Relationship) মজেছেন জ্যাকি শ্রফের পুত্র!

টাইগার এবং দিশার ব্রেক আপের পর থেকেই শোনা যাচ্ছিল, নায়িকা খুব একটা আনন্দে না থাকলেও, জ্যাকি পুত্র বেশ খোশমেজাজেই রয়েছেন। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধুরাই জানিয়েছিলেন একথা। তবে তিনি যে এত কম সময়ের মধ্যেই নতুন প্রেমিকা খুঁজে নেবেন, তা অনুরাগীরাও আশা করতে পারেননি।

Tiger Shroff and Disha Patani

শোনা যাচ্ছে, সুন্দরী দিশার সঙ্গে ব্রেক আপের পর এবারও এক নায়িকার প্রেমেই পড়েছেন ‘হিরোপন্তি’ খ্যাত অভিনেতা। দু’জনকে একসঙ্গে সময় কাটাতেও দেখা যাচ্ছে। একসঙ্গে কাজ করার সূত্রেই সম্পর্কের সূত্রপাত। এবার নতুন প্রেম নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন টাইগার।

‘এম এস ধোনি’ খ্যাত নায়িকার সঙ্গে ব্রেক আপের পর এবার টাইগারের নাম জড়িয়েছে তাঁর সহ অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার (Akanksha Sharma) সঙ্গে। তবে এই বিষয়ে জ্যাকি পুত্রকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এটা সত্যি নয়’। আকাঙ্খাকে স্রেফ নিজের ‘ভালো বন্ধু’ বলেন অভিনেতা। তবে নতুন প্রেমের গুঞ্জনে মুখ খুললেও দিশার সঙ্গে ব্রেক আপ নিয়ে কিন্তু টু শব্দও করেননি টাইগার। এক্ষেত্রে আবার অনেকের মনে প্রশ্ন জেগেছে, আকাঙ্ক্ষা কি দিশার মতোই স্রেফ ‘ভালো বন্ধু’?

Tiger Shroff and Akanksha Sharma

অপরদিকে আকাঙ্ক্ষাকে টাইগারের সঙ্গে প্রেমের সংবাদ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘টাইগার খুব ভালো বন্ধু। আমরা ৩টি প্রোজেক্টে একসঙ্গে কাজ করেছি। আমি নাচ এবং অ্যাকশনের জন্য ওঁর টিমের সঙ্গে ট্রেনিং করি। তবে ওঁর সঙ্গে সম্পর্কে থাকার সংবাদে কোনও সত্যতা নেই’।

Akanksha Sharma

গত বছর বাদশা এবং নিকিতা গান্ধীর জনপ্রিয় গান ‘জুগনু’ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন টাইগারের নতুন চর্চিত প্রেমিকা আকাঙ্ক্ষা। এবার শোনা যাচ্ছে, ‘ওয়ার’ খ্যাত অভিনেতার সঙ্গে ‘ক্যাসানোভা’ এবং ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার ২.০’ মিউজিক ভিডিওতেও দেখা যাবে তাঁকে। আপাতত দর্শকরা তাঁদের রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥