আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, ছোট থেকে বড় সকলেই সোশ্যাল মিডিয়া নিয়ে পরে থাকেন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানা পশুপাখির বিভিন্ন ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে যায়। আমরা কখনও সেই ভিডিও দেখে আনন্দ পাই তো কখনও ভয়ে গা শিউরে ওঠে। তবে নেটিজেনরা এই পশুপাখিদের নানা মজাদার ভিডিও দেখতে খুব পছন্দ করেন। যার ফলে খুব সহজেই এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এবার সোশ্যাল মিডিয়া মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখেতে বেশ মজাদার। বন্য প্রাণীদের মধ্যে বাঘ খুবই ভয়ঙ্কর ও হিংস্র প্রকৃতির। বাঘের নাম শুনলেই অনেকে ভয়ে কাঁটা হয়ে যান। সেখানে সামনে বাঘ এলে তো আর কথাই নেই। বাঘ হল বেড়ালের প্রজাতির, যার কারণে বেড়ালকে বাঘের মাসি বলা হয়ে থাকে। কিন্তু বেড়ালেরা মোটেও জল পছন্দ করে না। জল দেখলেই এক লাফে পালায় সেখান থেকে। কিন্তু বাঘের ক্ষেত্রে কিন্তু তা নয়।
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে মানুষের মত রীতিমত স্নান করছে বাঘ (Tiger)। আসলে বাঘেরা নিজেদের শরীরকে ঠান্ডা রাখতে বেশ ভালোবাসে। তাই জলাশয় বা পুকুরে জলের মধ্যে নেমে পরে মাঝে মধ্যে। কিন্তু ভিডিওতে বাথটাবের মত একটি বড় পাত্রে জল ভরে রাখা হয়েছে। আর সেই জলেই এসে গা ভাসিয়েছে বাঘটি। আর বাঘ মামার এই কীর্তি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই তা ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।