• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষিণী ছবিকে টেক্কা দিতে জুটি বাঁধলেন টাইগার-অক্ষয়! ট্রেলারেই ঝড় তুলল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’

টাইগার শ্রফ (Tiger shroff) এবং অক্ষয় কুমার (Akshay kumar) বলিউডে এই দুজনের বয়সের আকাশ পাতাল তফাৎ হলেও দুজনেই ফিটনেসে দুজনকে টেক্কা দেন। এবার ভাবুন তো যদি এই দুই অ্যাকশন হিরো একসাথে পর্দায় জুটি বাধে তবে কতটা ধামাকা হতে চলেছে? এবার এই অসাধ্যই সাধন করলেন আলি আব্বস জাফর। তার পরিচালনাতেই নতুন ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’তে জুটি বাঁধলেন টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার।

একদিকে দক্ষিণী ছবির দাপটে কাবু গোটা বলিউড ইন্ডাস্ট্রি। আল্লু অর্জুনের শেষ ছবি ‘পুষ্পা’ রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস। আর তার জেরেই বেশ চিন্তাতে ছিলেন বলিউডের পরিচালক থেকে নির্মাতারা। কিন্তু অক্ষয় টাইগারের আসন্ন ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ এর ট্রেলার প্রকাশ পেতেই খুশির জোয়ার বিটাউনে।

   

অক্ষয় কুমার,টাইগার শ্রফ,বড়ে মিঞা ছোটে মিঞা,বলিউড,ট্রেলার,Akshay kumar,tiger shroff,bade miyan chote miyan

গত ৮ ই ফেব্রুয়ারী মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দুই অভিনেতাকে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন দর্শকেরা। ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন তারা৷ এই দুই অ্যাকশন স্টার বড় পর্দায় কতটা ঝড় তুলতে পারে তা দেখার অপেক্ষাতেই সকলে।

শোনা যাচ্ছে, ডেভিড ধাওয়ান পরিচালিত অমিতাভ-গোবিন্দার বিখ্যাত ছবির নাম অনুসারেই এই ছবি তৈরি হতে চলেছে। ডেভিডের এই ছবিতে ছিলেন তাবড়-তাবড় সব বলি তারকারা। ছবিতে অভিনয় করেছিলেন রবিনা ট্যান্ডন, অনুপম খের, পরেশ রাওয়াল, শরৎ সাক্সেনারা।

অক্ষয় কুমার,টাইগার শ্রফ,বড়ে মিঞা ছোটে মিঞা,বলিউড,ট্রেলার,Akshay kumar,tiger shroff,bade miyan chote miyan

তবে বলাই বাহুল্য দুই স্টান্টম্যান যখন একসাথে আছেন তখন ছবিতে দেখা যাবে ভরপুর অ্যাকশন ।শ্যুট শেষ করে হয়ত ২০২৩ সালের প্রথম দিকে মুক্তি পেতে পারে এই ছবি। আপাতত বাশু ভাগনানিরই পরের ছবি ‘সিনড্রেলা’য় কাজ করার কথা আছে অক্ষয়ের। আর এই প্রযোজকেরই আরেকটি প্রোজেক্ট ‘গণপথ’এ দেখা যাবে টাইগারকে। অন্যদিকে অক্ষয়ের এখন দারুণ সময় চলছে তার অভিনীত সূর্যবংশী বক্সঅফিসে সুপার হিট হয়েছে।