বাংলা সিরিয়ালের অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শ্যামা অভিনেত্রী তিয়াশা। দির্ঘদিন ধরে চলে আসা ‘কৃষ্ণকলি’ সিরিয়াল নতুন বছরের শুরুতেই শেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সিরিয়াল শেষ হওয়ার পরেই তিয়াশা ও সাবানের বিবাহ বিচ্ছেদ হয়েছে। গত ফেব্রুয়ারি মাসেই বিবাহ বিচ্ছেদ হয়েছে দুজনের। আর বিবাহ বিচ্ছেদের পর থেকেই রায় পড়বি ছেড়ে নিজের বিয়ের আগের পদবীটাই ব্যবহার করছেন অভিনেত্রী।
দুজনের বিবাহ বিচ্ছেদ নিয়ে সেই সময় ব্যাপক চর্চা হয়েছিল। বিচ্ছেদের কারণ হিসাবে নানা গুজব সামনে এসেছিল তবে এবার নিজেই বিচ্ছেদের কারণ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। সম্প্রতি দিদি নং ১ এর মঞ্চে হাজির হয়েছিলেন তিয়াস। সেখানেই সুবানের সাথে বিচ্ছেদের কারণ স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।
এদিন রচনা ব্যানার্জী অভিনেত্রীকে প্রশ্ন করেছিল, হটাৎ কেন একা থাকার সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তরে তিয়াশা বলেন, দুটো মানুষের মধ্যে যখন মতের মিল হয় না তখন সম্পর্ক তিক্ত না করে আলাদা হওয়াটাই ভালো। আর সেটাই করেছেন তিনি। তবে অভিনয় জগতে প্রবেশ যে প্রাক্তন স্বামী সুবানের জন্য এটাও কিন্তু স্বীকার করেছেন অভিনেত্রী।
এরপর রচনা ব্যানার্জী আরও প্রশ্ন করেন যে, তাদের বিয়ে কিভাবে হয়েছিল? অ্যারেঞ্জ ম্যারেজ নাকি প্রেম করেই হয়েছিল বিয়ে? এর উত্তরে তিয়াশা জানান দুটোই হয়েছিল বলা যেতে পারে। বিয়ের পরে পরেই অভিনয়ে এসেছিলেন তিয়াশা, তবে আজ তিনি বিচ্ছেদের পর টালিগঞ্জে একাই থাকেন। অবশ্য সাথে এক পোষ্য রয়েছে তাঁর সাথেই সময় কাটে, আর একা থাকার সাহস পাওয়া যায়।
প্রসঙ্গত, কৃষ্ণকলির শ্যামার খোলস অনেকদিন আগেই ছেড়েছেন তিয়াশা। দর্শকেরাও নতুন কোনো চরিত্রে তাকে দেখার অপেক্ষায় ছিলেন। আর ইতিমধ্যেই দর্শকদের জন্য সুখবর মিলেছে। নতুন এক ধারাবাহিকে দেখা যাবে তিয়াশাকে। তবে জি বাংলার পর্দায় নয় বরং ষ্টার জলাসার পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে। নতুন সিরিয়ালের নাম বা কি ধরণের চরিত্রে দেখা যাবে তাকে সেসব কিছুই এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে আশা করা হচ্ছে শীঘ্রই সেই সব সম্পর্ক জানা যাবে।