• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্পষ্ট অন্তর্বাস, ট্রান্সপারেন্ট পোশাকে ছবি পোস্ট করলেন উর্বশী রাউতেলা, মুহূর্তে লাইকের বন্যা !

বলিউডে সাহসী অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই যার নাম আসে তিনি হলেন উর্বশী রাউতেলা। সবসময়ই বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী৷ বলিউডে অভিনয়ের ক্ষেত্রে খুব একটা জনপ্রিয়তা না পেলেও আইটেম সং এবং মডেলিং-এ তার ধামাকার জুড়ি মেলা ভার। তাই তার সাহসিকতা নিয়ে প্রশ্ন না তোলাই ভালো।

সম্প্রতি নীল পোশাকে উর্বশী রাউতেলার একটি ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়। একটি ট্রান্সপারেন্ট পোশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনেত্রীর অন্তর্বাস আর তা নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। খোলা চুল, নীল আইশ্যাডো তে রাঙানো চোখ, নীল স্বচ্ছ শার্টের নীচে কালো বিকিনিতে সাহসী পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। ছবি শেয়ার করতেই নিমেষে তা ভাইরাল হয়েছে সাইবার পাড়ায়।

ছবির ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, “তার চোখ গভীর আকাশে তারার মতো জ্বলজ্বল করে।” ছবিতে উঠে এসেছে মিশ্র মন্তব্যও। কেউ লিখেছেন ‘আমিও এই জাতীয় পোশাক পরতে চাই।’ অন্য ব্যবহারকারী লিখেছেন,’ মাতাল করা চোখ তোমার’ আবার আরেকজন লিখেছেন ,’ ম্যাম আপনিও খুব সুন্দর এবং আপনাকে লাগছেও খুব সুন্দরী’।

https://www.instagram.com/p/CEgPAnWhQWb/?igshid=171593bxcohwa

কদিন আগেই উর্বশী রাউতেলার ছবি ‘ভার্জিন ভানুপ্রিয়া’ নিয়ে অনেক আলোচনায় চলেছে। ছবিটি ১৬ই জুলাই ZEE 5 এর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছিল। উর্বশী রাউতেলাকে খুব শিগগিরই একটি ছবিতে দেখা যাবে, যা ২০১৩ সালের সুপারহিট তামিল ছবি থিরুতু পেলে ২ এর রিমেক বলে জানা যাচ্ছে।

https://www.instagram.com/p/CGMcRMoBQ6-/?igshid=9yfbozq5taxp

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥