• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাতের নাগালেই স্বর্গ! রইল কলকাতার কাছে স্বল্প বাজেটে ঘোরার মতো ৩টি মনোরম জায়গার হদিশ

দুর্গা পুজো (Durga Puja) এলেই কিছু মানুষের মন ঘুরু ঘুরু করতে শুরু করে দেয়। পুজোর সময়ের লম্বা ছুটিতে অনেকেই তাই বাইরে ঘুরতে (Travel Destination) চলে যান। কলকাতার কোলাহল থেকে দূরে পুজোর কটা দিন একটু নিরিবিলিতে কাটান তাঁরা। আজকের প্রতিবেদনে তাই এমন তিনটি মনোরম স্থানের হদিশ দেওয়া হল যা পুজোয় ঘুরতে যাওয়ার জন্য একেবারে আদর্শ। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তিন জায়গার নাম।

কিরিবুরু-মেঘাতুবুরু (Kiriburu Meghahatuburu)- ঝাড়খণ্ড এবং ওড়িশার একেবারে সীমান্তে অবস্থিত দু’টি ছোট জনপদ হল কিরিবুরু এবং মেঘাতুবুরু। এখানে সারাক্ষণই মেঘ-বৃষ্টির খেলা চলে। ছবির মতো সুন্দর এই জায়গার আশেপাশে তেমন দর্শনীয় স্থান নেই। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি যে একবার দেখলে মুগ্ধ হওয়া প্রায় গ্যারান্টি। পাহাড়ের ওপর থেকে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে চোখের সঙ্গে সঙ্গেই মনটাও জুড়িয়ে যায়।

   

Kiriburu Meghahatuburu, Travel destination for Durga Puja

আপনি যদি পুজোর কটা দিন একটু নিরিবিলিতে কাটাতে চান তাহলে কিরিবুরু-মেঘাতুবুরু চলে যেতেই পারেন। এখানে যেতে হলে হাওড়া থেকে ট্রেন ধরে বারবিল হয়ে গাড়ি করে কিরিবুরু পৌঁছতে হবে। এখানে থাকার মতো বহু সরকারি, বেসরকারি হোটেল রয়েছে। নিজের বাজেট অনুযায়ী যে কোনও বুক করে নিলেই হয়ে যাবে।

আরও পড়ুনঃ ভুলে যাবেন গোয়া! নামমাত্র খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই সমুদ্রসৈকত থেকে

Mukutmanipur, Travel destination near Kolkata during monsoon

মুকুটমণিপুর (Mukutmanipur)- দুর্গা পুজোর কয়েকটা দিন আপনি যদি প্রকৃতির কোলে কাটাতে চান তাহলে মুকুটমণিপুর চলে যেতে পারেন। এছাড়া এখানে গেলে জঙ্গল এবং পাহাড়- দুইয়ের স্বাদই একসঙ্গে উপভোগ করতে পারবেন। থাকার জন্য একাধিক সরকারি, বেসরকারি লজ রয়েছে। তবে চাইলে আগেভাগে অনলাইনেও বুক করে রাখতে পারেন। মুকুটমণিপুর যেতে হলে আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরে বাঁকুড়া স্টেশনে নামতে হবে। এরপর সেখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে যেতে হবে আপনার গন্তব্যে।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের বুকেই লুকিয়ে একটুকরো স্বর্গ, রইল ছুটিতে ঘোরার ৩ আদর্শ অফবিট গ্রামের হদিশ

Sundarban, Travel destination for Durga Puja

সুন্দরবন (Sundarban)- পুজোর সময় ঘুরতে যাওয়ার আরও একটি আদর্শ স্থান হল সুন্দরবন। শীতের আগে থেকেই এখানে নানান পরিযায়ী পাখি আসতে শুরু করে। এছাড়া ম্যানগ্রোভ অরণ্য, কুমির আর রয়্যাল বেঙ্গলের গর্জন তো রয়েছেই। সুন্দরবন যেতে হলে কলকাতা থেকে ক্যানিং গিয়ে সেখান থেকে ফের গাড়ি নিয়ে সুন্দরবন চলে যেতে পারেন। এছাড়া লঞ্চ বুক করেও যেতে পারেন।