ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম তথা চর্চিত টক শো হল পরিচালক, প্রযোজক করণ জোহারের (Karan Johar) ‘কফি উইথ করণ’ (Koffee With Karan)। এটি এমন একটি শো যা নিয়ে সেলিব্রেটি থেকে আম্মা জনতা কৌতুহলের অন্ত নেই কারও। এই শোতে এসে তারকাদের করা মন্ত্যব্য ঘিরেই তৈরী হয় যত বিতর্ক। কোন ফস্কে বেফাঁস কোনো কথা বলে ফেললেই ব্যাস সরগরম হয়ে যায় যায় পেজ থ্রির পাতা।
বলিউডের জনপ্রিয় পরিচালক, প্রযোজক কারণ জোহার সঞ্চালিত জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’ শুরু হয়েছিল সেই ২০০৪ সালে। সেই থেকে বছরের পর বছর বেড়েই চলেছে এই শোয়ের জনপ্রিয়তা। প্রসঙ্গত কফি উইথ করণের শেষ শো সম্প্রচারিত হয়েছিল ২০১৯ সালে। তারপর আচমকাই করোনা সংক্রমণ থেকে শুরু করে পরবর্তীতে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে বয়কট বলিউড স্লোগান সবমিলিয়ে করণ জোহরের এই শো পড়েছিল প্রশ্নের মুখে।
অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে পুরনো ছন্দে আরও বেশি জাকজমক নিয়ে আগামীকাল থেকেই শুরু হতে চলেছে করণ জোহরের ‘কফি উইথ করণ সিজন ৭’। তবে এবছর আর টেলিভিশনের পর্দায় নয়, জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে করণের সাথে আড্ডা জমাতে দেখা যাবে বলিউডের সেলিব্রেটি অতিথিদের।
আজ পর্যন্ত এই শোতে অনেক সেলিব্রেটি জুটি বেঁধে এসেছেন। তবে আজ পর্যন্ত করণের এই শোতে একসাথে আসর জমাতে দেখা যায়নি বলিউডের তিন খানকে। করণ জানিয়েছেন তিনি তিন খানকে একসাথে নিজের কোনো পার্টিতে একসাথে হয়তো আনতে পারেন কিন্তু নিজের শোতে কখনও তিনি তাদের আনতে পারেননি। আর এবার তো তার শোতে কোনো খানই আসার জন্য রাজি হননি।
এর আগেই করণের শোতে আসবেন না বলে জানিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। আর এবার জানা যাচ্ছে করণের শোতে আসবেন না বলিউডের তিন খান (Three Khan),অর্থাৎ সালমান,শাহরুখ,আমির। করণ নিজে জানিয়েছেন একথা। আসলে এই শোতে এসে তারকারা যাই বলেন তাই খবর হয়ে যায়। প্রসঙ্গত এই শোতে এসেই সালমান জানিয়েছিলেন তিনি ভার্জিন। প্রসঙ্গত আগামী কালই এই সিজনের প্রথম এপিসোডেই আসছেন করণের দুই নয়নের মণি আলিয়া ভাট এবং রণবীর সিং।