সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ৫ মাস কেটে গেলেও, অভিনেতাকে হারানোর কষ্ট বিন্দুমাত্র কমেনি। এই মৃত্যুকে নেহাৎই একটি আত্মহত্যা হিসেবে দেখতে চাননা সুশান্ত অনুরাগীরা। সুশান্তকে হারানোর ক্ষত আজও তাদের মনে দগদগে। এর মাঝেই রণবীরের নতুন বিজ্ঞাপন দেখে ফুঁসে উঠলেন সুশান্ত অনুরাগীরা।
একটি চিপসের বিজ্ঞাপনে সুশান্ত সিং রাজপুতকে বিদ্রুপ করা হয়েছে বলে বেজায় চটে যান অভিনেতার ভক্তকূল। আর তার জেরেই এই চিপসের ব্র্যান্ডটি বয়কটেরও জোড়ালো দাবি ওঠে। ঠিক কী ছিল এই বিজ্ঞাপনে?
#BoycottBingo : @BingoSnacks Takedown that New Bingo Ad with Mr Cartoon – Ranvir Ching !
It Indirectly Points to Our Sushant Singh Rajput. If you'll not take it down & will not remove Mr Ranvir Cartoon Ching ,You'll have to face Further Consequences from the public by boycotting pic.twitter.com/bwR5gAmE1l— Ҡıʀaռ ???? Inactive But Not Gone ???? (@zayniesgal) November 18, 2020
বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, রণবীর সিংকে প্রশ্ন করা হচ্ছে ‘বেটা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী?’। উত্তরে রণবীরের মুখে শোনা যায় ফোটন, প্যারাডক্স, এলিয়ান সম্পর্কিত কিছু এলোমেলো কথা। সুশান্ত প্রেমীদের মনে হয়েছে এই বিজ্ঞাপনে অভিনেতাকে বিদ্রুপ করা হয়েছে, আর তারপরেই এই বিজ্ঞাপন সহ রণবীরের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন তারা।
রণবীরকে বাক্যবানে বিদ্ধ করে কেউ লিখেছেন, আপনার পক্ষে ফোটন বোঝা সম্ভব নয়, তার জন্য জিনিয়াস হতে হয়। আবার কেউ বা তার অদ্ভুত পোশাককে ব্যঙ্গ করে তাকে মিস্টার কার্টুন তকমা দিয়েছেন। যদিও এইবিষয়ে এখনও বিজ্ঞাপন নির্মাতা বা চিপসের কোম্পানি কিছুই বলেননি, এদিকে জনগণের রোষে ইউটিউবে এই বিজ্ঞাপনে নীচে বইছে ডিসলাইকের বন্যা।
You can talk about Photons but you need a genius brain like Sushant to understand photons!#BoycottBingo
— Tweety ???????? (@Tweetycutie18) November 18, 2020